সোমবার, ১৫ এপ্রিল ২০১৯
বগুড়ায় বিএনপি নেতা অ্যাডভোকেট মাহবুব আলম শাহীনকে ছুরিকাঘাতে খুন
Home Page » প্রথমপাতা » বগুড়ায় বিএনপি নেতা অ্যাডভোকেট মাহবুব আলম শাহীনকে ছুরিকাঘাতে খুন
বঙ্গ-নিউজ: বগুড়ায় বিএনপি নেতা অ্যাডভোকেট মাহবুব আলম শাহীনকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বগুড়ার উপশহর বাজারে ১০তলা বিল্ডিংয়ের সামনে এই ঘটনা ঘটে।
নিহত শাহীন বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পেশায় আইনজীবী। তার বাড়ি উপশহরের ধরমপুর এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপশহর বাজারে ১০তলা বিল্ডিংয়ের সামনে মাহবুব আলম শাহীন মোবাইল ফোনে কথা বলছিলেন। আকস্মিকভাবে পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত সটকে পড়ে।
পরে স্থানীয় ব্যক্তিরা মাহবুবকে উদ্ধার করে প্রথমে একটি ক্লিনিকে নিয়ে যায় ও পরে মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবে কে বা কারা এর সাথে জড়িত থাকতে পারে এ ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ৯:৪০:৩৫ ৬৪৮ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম