সোমবার, ১৫ এপ্রিল ২০১৯
নানা আয়োজনে প্যারিসে উদযাপিত হল পহেলা বৈশাখ
Home Page » আজকের সকল পত্রিকা » নানা আয়োজনে প্যারিসে উদযাপিত হল পহেলা বৈশাখবঙ্গ-নিউজঃ প্যারিসে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপন করা হয়েছে। প্যারিসে বসবাসরত প্রায় দেড় শতাধিক বাংলাদেশি স্বতঃস্ফূর্তভাবে এ উৎসবে অংশগ্রহণ করেন।
স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন উপস্থিত সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলা নববর্ষ কালক্রমে বাঙ্গালী সংস্কৃতির সার্বজনীন ও সর্ববৃহৎ উৎসবে পরিণত হয়েছে। তিনি তাঁর বক্তব্যে ইউনেস্কো-এর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য (Intangible cultural heritage) হিসেবে মঙ্গলশোভা যাত্রা এর অন্তর্ভূক্তির কথা উল্লেখ করে নববর্ষ উদযাপনের আন্তর্জাতিকীকরণ কথা তুলে ধরেন।
এসময় নানা রঙের বৈশাখী মুখোশ, ব্যানার-ফেস্টুনে দূতাবাস প্রাঙ্গণ সুসজ্জিত করা হয়। উপস্থিত সকলের অংশগ্রহণে সমবেত কণ্ঠে ‘এসো হে বৈশাখ এসো এসো‘ গানটি পরিবেশনের মধ্য দিয়ে পহেলা বৈশাখের অনুষ্ঠানের সূচনা করা হয়। প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবশেষে অতিথিদের ঐতিহ্যবাহী দেশীয় খাবারে আপ্যায়িত করা হয়।
বাংলাদেশ সময়: ৭:০১:০৩ ৬৪৬ বার পঠিত