শনিবার, ২৯ জুন ২০১৩

রাজধানীতে প্রবল বৃষ্টি

Home Page » জাতীয় » রাজধানীতে প্রবল বৃষ্টি
শনিবার, ২৯ জুন ২০১৩



bristy-300x200.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ রাজধানী ঢাকায় প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। দুদিনের টানা বর্ষণে শনিবার রাজধানী ও আশপাশের বিভিন্ন নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। অলিগলিসহ প্রধান সড়কগুলোতে জলাবদ্ধতার ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রাজধানীবাসীকে।আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আরো দুই থেকে তিন দিন স্থায়ী হতে পারে।

আবহাওয়া অধিদফতরের সর্বশেষ রেকর্ড অনুযায়ী শুক্রবার ভোর থেকে শনিবার সকাল পর্যন্ত ঢাকায় ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এছাড়া সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টেকনাফে ১৯৩ মিলিমিটার।

টানা বৃষ্টিপাতের কারণে রাজধানীর শান্তিনগর, মগবাজার, মালিবাগ-মৌচাক, নয়াপল্টন, রাজারবাগ, শেওড়াপাড়া এবং মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক তলিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও হাঁটু পানি জমে গেছে।

এ অবস্থার কারণে শনিবার সকালে পথচারীসহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তিকে ভোগান্তিতে পড়তে হয়। হাঁটু পর্যন্ত প্যান্ট গুটিয়ে ও জুতা হাতে নিয়ে অনেকেই পানি জমে থাকা স্থানগুলো পার হন। আর যারা যাতায়াতের জন্য রিকশা, অটোরিকশা বা অন্য কোনো যান ব্যবহার করছেন তাদের একটু বেশি ভাড়া গুণতে হচ্ছে।

অব্যাহত বৃষ্টিতে দেশের উত্তর-মধ্য-পূর্বাঞ্চলে আংশিক বন্যা দেখা দিয়েছে।

ব্রহ্মপুত্র, পদ্মা, মেঘনা ও দক্ষিণ-পূর্ব পাহাড়ি অববাহিকায় পানির উচ্চতা অস্বাভাবিক গতিতে বাড়ছে। দেশের প্রধান নদী অববাহিকার পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে।

শুক্রবার পানি উন্নয়ন বোর্ডের ৭৩টি পয়েন্টের মধ্যে ৬১টি স্টেশনে পানি বেড়েছে।

এদিকে, মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে, আবহাওয়া অধিদপ্তর।

ফলে চট্টগ্রাম, কক্সবাজার এবং মংলা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি গিয়ে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৩৫:৫৭   ৩৭৪ বার পঠিত