শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯

বঙ্গ-নিউজঃ ইতিহাসের এইদিনে

Home Page » আজকের সকল পত্রিকা » বঙ্গ-নিউজঃ ইতিহাসের এইদিনে
শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯



সংগৃহীত ছবি

বঙ্গ-নিউজঃ আজ ১২এপ্রিল ২০১৯ শুক্রবার । ২৯ চৈত্র ১৪২৫ বঙ্গাব্দ। ২৪ রজব ১৪৩৯ হিজরি। আজকের এই দিনে  পৃথিবীতে ঘটে যাওয়া  বিশেষ ঘটনাবলি। ১২০৪ - ক্রুসেড বাহিনীর কনস্টান্টিনেপল (ইস্তাম্বুল) দখল। ১৬৩৩ - গ্যালিলিও গ্যালিলির বিচার শুরু। ১৬৫৪ - স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডকে ইংল্যান্ডের সঙ্গে যুক্ত করা হয়। ১৮৬১ - আমেরিকায় গৃহযুদ্ধ শুরু। ১৯৬১ - মানুষের প্রথম মহাশূন্যে বিচরণ: ইউরি গ্যাগারিন। ১৯৬১ - আমেরিকার প্রথম ‘শাটল নভোযান’ মহাকাশে প্রেরিত। ১৯৩২ - স্পেনে বাদশাহী শাসনের অবসান এবং প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা।

জন্মঃ ১৮৭৫ - বাঙালি সাহিত্যিক অতুলচন্দ্র দত্ত। ১৮৮৫ - প্রত্নতত্ত্ববিদ ও ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়। ১৯১৭ - হেলেন ফরেস্ট, মার্কিন গায়ক। ১৯১৭ - বিনু মানকড়, ভারতীয় ক্রিকেটার।

মৃত্যুঃ ১৯৪৫ - আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট। ১৯৭৫ - অভিনেতা ফতেহ লোহানী। ২০১২ - লিন্ডা কুক, মার্কিন অভিনেত্রী।

ছুটি ও অন্যান্য
মহাকাশে মানুষের প্রথম গমন উপলক্ষে আন্তর্জাতিকভাবে প্রতি বছর ইউরির রাত্র পালন করা হয়।

বাংলাদেশ সময়: ৭:২৫:১৫   ৪৭৫ বার পঠিত