বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯

নূসরাতের উদ্দেশ্যে অশ্রুসিক্ত পংক্তি-রঞ্জন শিশির

Home Page » বিনোদন » নূসরাতের উদ্দেশ্যে অশ্রুসিক্ত পংক্তি-রঞ্জন শিশির
বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯



ফাইল ছবি-নূসরাত জাহান রাফি

নুসরাত;
প্রিয় বোন আমার,
লজ্জার আগুনে জ্বলে পুড়ে মরছি আমিও … 
লেবাসধারী চরিত্র চিনিয়ে গেলে মৃত্যু জ্বালায়। 
দাও ধিক্, দাও থুথু, যতো পারো অভিশাপ
বোনের ধর্ষক হয়েও আমরা কতো নিষ্পাপ!   

রঞ্জন শিশির

বাংলাদেশ সময়: ১০:৩৬:৪৬   ৭০৩ বার পঠিত   #  #  #  #  #  #