বুধবার, ১০ এপ্রিল ২০১৯

বন্ধী কারাগারে - গুলশান আরা রুবী

Home Page » সাহিত্য » বন্ধী কারাগারে - গুলশান আরা রুবী
বুধবার, ১০ এপ্রিল ২০১৯



বন্ধী কারাগারে - গুলশান আরা রুবী

যে ঘরের ভিতরে আমি

থাকে কেমন করে চিনি ,
সে যে শিখল বাঁধা প্রাণী
খাঁচায় বন্ধী এক অচিন পাখি!
আমি আমাকে চিনতে পারেনি
কেমন করে তোমাকে চিনি ,
আমি বন্ধী কারাগারে নইকো মুক্ত পাখি
আমি চাই মুক্ত হয়ে ,মুক্ত হাওয়ায় উড়ে বেড়াই।
তুমি তো মুক্ত ,তাই মুক্ত পাখির মত
ডানা মেলে উড়ে আস বারেবার ,
মুক্ত মনে উড়ে বেড়াও নীল আকাশেতে
আমি পারিনি তোমার মত স্বাধীন হতে॥
আমি পরাধীনতার বন্ধী খাঁচায়
সোনার শিখল পায়ে বাঁধা
আমি এক প্রাণী খাঁচায় বন্ধী ,
তাইতো আমি করিনা কারো সাথে সন্ধি
আমি নিজের মাঝে নিজেই বন্ধী ।

বাংলাদেশ সময়: ৯:৩৫:৫৬   ৮৭৩ বার পঠিত   #  #  #  #  #  #  #  #  #  #  #