
বুধবার, ১০ এপ্রিল ২০১৯
বঙ্গ-নিউজঃ ইতিহাসের এইদিনে
Home Page » আজকের সকল পত্রিকা » বঙ্গ-নিউজঃ ইতিহাসের এইদিনেবঙ্গ-নিউজঃ আজ ১০এপ্রিল ২০১৯ বুধবার । ২৭ চৈত্র ১৪২৫ বঙ্গাব্দ। ২২ রজব ১৪৩৯ হিজরি। আজকের এই দিনে পৃথিবীতে ঘটে যাওয়া বিশেষ ঘটনাবলি। ১৬৩৩ - লন্ডনের দোকানে প্রথম আনারস বিক্রি শুরু। ১৭১০ - ইংল্যান্ডে কপিরাইট আইন চালু। ১৮১৬ - আমেরিকায় দ্বিতীয় ব্যাংক চালু। ১৮২৫ - হাওয়াইতে প্রথম হোটেল চালু। ১৮৩৫ - চার্লস ডারউইনের সান্তিয়াগোতে প্রত্যাবর্তন। ১৮৭৫ - কলকাতায় আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়। ১৯৭১ - বাংলাদেশের অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার গঠন। ১৯৭২ - জীবাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষর। ১৯৭২ - ইরানে ভয়াবহ ভূমিকম্পে ৩ হাজারেরও বেশি লোক নিহত হয়।
জন্মঃ ১৮০৯ - বাংলার নবজাগরণের পুরোধা হেনরি ডিরোজিও। ১৮৪৭ – হাঙ্গেরিতে জন্ম নেওয়া খ্যাতনামা আমেরিকান সাংবাদিক জোসেফ পুলিৎজার। ১৯০১ - বাঙালি সাহিত্যিক ও শিক্ষাবিদ অমিয় চক্রবর্তী।
মৃত্যুঃ ১৭৫৬ - বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব আলীবর্দী খান। ১৯৬৪ - বাংলাদেশের নারী মুক্তি আন্দোলনের নেত্রী শামসুন নাহার মাহমুদ। ২০১৫ - রিচি বেনো, অস্ট্রেলীয় ক্রিকেট অধিনায়ক।
তথ্যসমূহ সংগৃহীত
বাংলাদেশ সময়: ৫:৩৯:২৩ ৭৫৪ বার পঠিত