শনিবার, ৬ এপ্রিল ২০১৯
সড়কের মৃত্যুর মিছিলে আরও একটি দুর্ঘটনা যোগ হলো, গাইবান্ধায় সড়কে ঝরল ৫ প্রাণ, আহত ১৫
Home Page » প্রথমপাতা » সড়কের মৃত্যুর মিছিলে আরও একটি দুর্ঘটনা যোগ হলো, গাইবান্ধায় সড়কে ঝরল ৫ প্রাণ, আহত ১৫
বঙ্গ-নিউজ: সড়কের মৃত্যুর মিছিলে আরও একটি দুর্ঘটনা যোগ হলো। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৫ জন। এ ঘটনায় আহত অন্তত ১৫ জন।
শনিবার (৬ এপ্রিল) ভোর ৪টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শনিবার ভোর ৪টার দিকে কালিতলা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
পরে হাসপাতালে নেয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। এসময় আহত হয়েছেন কমপক্ষে ১৫ বাসযাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মমিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, রাতে যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে বুড়িমারী যাচ্ছিল। পথিমধ্যে বালুয়া এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ৫ জন নিহত হন।
বাংলাদেশ সময়: ১১:১১:১৭ ৪৫৩ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম