শনিবার, ৬ এপ্রিল ২০১৯
সিলেটে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
Home Page » জাতীয় » সিলেটে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
বঙ্গ-নিউজ: সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সিলেটে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় এ সমস্যার তৈরী হয়।
শুক্রবার (৫ এপ্রিল) দিনগত রাত পৌনে ১১টার দিকে মাইজগাঁও স্টেশনসংলগ্ন এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়।
সিলেটের মাইজগাঁও রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার ইমাম হোসেন জানান, শাহজালাল সারকারখানা থেকে মাল নিতে আসা বিসি স্পেশাল ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।
খবর পেয়ে কুলাউড়া ও সিলেট রেলওয়ে স্টেশন থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে যোগ দিয়েছে। মেরামতের কাজ শেষ হলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।
এদিকে এর ফলে রাত ১০টায় সিলেট রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া উপবন এক্সপ্রেস মোগলাবাজর স্টেশনে ও চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস জালালাবাদ সিলেট রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে। এতে করে এসব ট্রেনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে।
বাংলাদেশ সময়: ১০:৪৬:৪৫ ৪৮৮ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম