শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯
প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের আবারও দলের কো-চেয়ারম্যান পদে পুনর্বহাল
Home Page » প্রথমপাতা » প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের আবারও দলের কো-চেয়ারম্যান পদে পুনর্বহালবঙ্গ-নিউজ: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদেরকে আবারও দলের কো-চেয়ারম্যান পদে পুনর্বহাল করেছেন পার্টির চেয়ারম্যান ও সহোদর হুসেইন মুহম্মদ এরশাদ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে এরশাদ স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশে এ পুনর্বহালের কথা জানানো হয়।
পার্টির গঠনতন্ত্রের ২০/১-ক ধারা মোতাবেক এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সাংগঠনিক নির্দেশে উল্লেখ করেন হুসেইন মুহম্মদ এরশাদ।
জিএম কাদের ইস্যুতে জাপার রংপুর বিভাগের আট জেলার নেতাদের গণপদত্যাগের ঘোষণার পরিপ্রক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন এরশাদ।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে ঢাকা থেকে মুঠোফোনে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জাপার প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
মোস্তফা বলেন, ‘স্যার (এরশাদ) ফোন করে আমাকে ঢাকায় ডেকেছেন। বুধবার ঢাকাস্থ স্যারের বাসায় আমরা কয়েকজন জিএম কাদের বিষয়টি নিয়ে বৈঠক করি। বৈঠকে এরশাদ স্যার বলেন, তোমাদের দাবির সাথে আমি একমত। খুব দ্রুত জিএম কাদেরকে তার পদে নিয়ে আসা হবে। তাকে দু-এক দিনের মধ্যে আগের পদে পুনঃবহাল করা হবে। এ নিয়ে কোনো আন্দোলনের প্রয়োজন নেই।’
রসিক মেয়র আরও বলেন, ‘এর আগে আমাকে ম্যাডাম (রওশন এরশাদ) ফোন করেছিলেন। তিনি মাথা গরম করতে নিষেধ করেছেন। বলেছেন, তোমার স্যার (এরশাদ) এটা করেছেন। উনি অসুস্থ, চাপ দিও না, আমি করিয়ে নিচ্ছি। প্রত্যুত্তরে আমি তাকে বলেছি, আমরা আল্টিমেটাম দিয়েছি, এর রেজাল্ট পেতে হবে। তা না হলে গণপদত্যাগ ছাড়া ফিরছি না।’
এর আগে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদেরকে স্বপদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় পার্টি ঐক্যজোট ও তৃণমূল জাতীয় পার্টি। বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নেতাকর্মীরা দাবি করেন, ‘উত্তরবঙ্গের অহংকার, মিস্টার ক্লিনম্যান খ্যাত জিএম কাদেরের মতো পরিচ্ছন্ন মানুষকে জাতীয় পার্টির সর্বোচ্চ দায়িত্বে দেখতে চাই। দেশের শান্তির জন্য জাতীয় রাজনীতিতে ভালো মানুষের বিকল্প নেই।’
এ সময় নেতাকর্মীরা বলেন, জাতীয় পার্টির দুঃসময়ে এইচএম এরশাদ জেলে গেলে জিএম কাদের চাকরি থেকে অব্যাহতি নিয়ে নেতাকর্মীদের ছায়া হয়ে পাশে দাঁড়ান। পরে শেখ হাসিনার মহাজোট সরকারের মন্ত্রী হয়েও তিনি অতি সাধারণ জীবনযাপন করেছেন। নীতি-আদর্শে সফলতার সঙ্গে রাষ্ট্রের দায়িত্বও পালন করেছেন। তাই তৃণমূল নেতাকর্মীদের দেয়া আলটিমেটামের মধ্যে দলের আগামী দিনের অভিভাবক জিএম কাদেরকে কো-চেয়ারম্যান পদে পুনর্বহালের জোর দাবি জানান।
বাংলাদেশ সময়: ৮:২৭:৫৭ ৪৯৩ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম