বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯
ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী কন্যা সায়মার বৈঠক
Home Page » জাতীয় » ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী কন্যা সায়মার বৈঠক
ভুটানের প্রধানমন্ত্রী ড. লোটাই টিশেরিং থিম্পুতে ন্যাশনাল এডভাইজারি কাউন্সিল অব নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার এন্ড অটিজম অব বাংলাদেশ-এর চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ হোসেনের সঙ্গে বৈঠক করেন।
বুধবার (৩ এপ্রিল) জানা গেছে, ড. টিশেরিং ও সায়মা হোসেন নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডারের ব্যাপারে দিক-নির্দেশনা ও সহায়তার গুরুত্বের ওপর আলোচনা করেন।
সায়মা ওয়াজেদ বর্তমানে ভুটান সফরে রয়েছেন।
সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ডব্লিউএইচও’র অটিজম বিষয়ক দক্ষিণ-পূর্ব এশিয়ার শুভেচ্ছা দূত সায়মা হোসেনের সঙ্গে এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরী ও ডা. প্রাণ গোপাল দত্তও ছিলেন।
বাংলাদেশ সময়: ১২:৩৪:২০ ৪৯৭ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম