বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯

এবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে খিলগাঁও বস্তি ও কাঁচাবাজারে

Home Page » আজকের সকল পত্রিকা » এবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে খিলগাঁও বস্তি ও কাঁচাবাজারে
বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯



ছবি সংগৃহীত

বঙ্গ-নিউজঃ রাজধানীর খিলগাঁও এলাকার রেললাইনের পাশের বস্তি ও কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার দিনগত রাত সোয়া ৩টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোর সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, রেল লাইনের দুই পাশের বস্তি ও কাঁচাবাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ৭:৪৭:১৫   ৪৭১ বার পঠিত