বুধবার, ৩ এপ্রিল ২০১৯
মধ্যনগরে শিক্ষকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১
Home Page » বিবিধ » মধ্যনগরে শিক্ষকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১স্টাফ রিপোর্টার বঙ্গ-নিউজঃসুনামগঞ্জের মধ্যনগরে মধ্যনগর বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র চন্দ্র তালুকদারের ওপর হামলার মামলায় মধ্যনগর থানা পুলিশ মধ্যনগর বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী শফিক(৩০)কে গ্রেফতার করেছে।
উল্লেখ্য,গত রোববার রাত ৮ টার দিকে প্রতিদিনের মতো মধ্যনগর বাজার থেকে রমেন্দ্র চন্দ্র তালুকদার বাড়ি ফেরার পথে ইটাউড়ি গ্রামের খলার পাশে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় দূর্বৃত্তরা।
হামলার পরের দিন সোমবার আহতের বড় ভাই ঝন্টু তালুকদার বাদী হয়ে ঐ বিদ্যালয়ের দপ্তরী শফিক কে আসামী করে মামলা দায়ের করেছে।দায়েরকৃত মামলার এজহার নম্বর ১/০১-০৪-২০১৯।
মামলার তদন্ত কর্মকর্তা সোহেল আহমেদ জানান, আসামী শফিক কে গ্রেফতারের পর এখনো সে মুখ খোলেনি।আজ বুধবার আসামীকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করা হয়েছে।এবং অতিশিঘ্রই আমরা মামলার অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যাবস্থা করব।
বাংলাদেশ সময়: ১৬:৫৪:৪৩ ৮৬৫ বার পঠিত #মধ্যনগরে #শিক্ষকের ওপর হামলা