বুধবার, ৩ এপ্রিল ২০১৯
মেসি বিশ্বের সর্বোচ্চ আয় করা ফুটবলার
Home Page » আজকের সকল পত্রিকা » মেসি বিশ্বের সর্বোচ্চ আয় করা ফুটবলারবঙ্গ-নিউজঃ বিশ্বের সর্বোচ্চ আয় করা ফুটবলার ও কোচদের তালিকা প্রকাশ করেছে ফরাসি ফুটবল সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’। তালিকায় মেসি শীর্ষে রয়েছেন। তার পেছনে রোনালদো। বেতন, বোনাস, বিজ্ঞাপনসহ অন্য সব উৎস মিলিয়ে মোট বার্ষিক আয়ের তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল।
তাতে দেখা যাচ্ছে ফুটবলারদের মধ্যে বছরে সর্বোচ্চ ১৩০ মিলিয়ন ইউরো আয় করেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি।
আর রোনালদোর বার্ষিক আয় ১১৩ মিলিয়ন ইউরো। ৯১.৫ মিলিয়ন ইউরো আয় নিয়ে তিনে আছেন পিএসজির ব্রাজিলীয় ফরোয়ার্ড নেইমার।
চার ও পাঁচে আছেন যথাক্রমে অ্যাটলেটিকো মাদ্রিদের আঁতোয়া গ্রিজমান (৪৪ মিলিয়ন ইউরো) ও রিয়াল মাদ্রিদের গ্যারেথ বেল (৪০.২ মিলিয়ন ইউরো)।
কোচদের মধ্যে আয়ে শীর্ষস্থান দখল করে সবাইকে চমকে দিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ ডিয়েগো সিমিওনে। তার বার্ষিক আয় ৪১ মিলিয়ন ইউরো। দ্বিতীয় স্থানে আছেন আপাতত বেকার বসে থাকা সাবেক ম্যানইউ কোচ হোসে মরিনহো। তার বার্ষিক আয় ৩১ মিলিয়ন ইউরো।
বাংলাদেশ সময়: ৭:২০:২৯ ৯৩১ বার পঠিত