মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯

ভাঙ্গায় মহাসড়ক থেকে লাশ উদ্ধার

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় মহাসড়ক থেকে লাশ উদ্ধার
মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯



ভাঙ্গায় মহাসড়ক থেকে লাশ উদ্ধার
সাইফুল ইসলাম শাকিল, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ- ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা গোল চত্বর সংলগ্ন স্থানে সোমবার দিবাগত রাত ১০টা ১০ মিনিটে তিন চাকার অবৈধ যানবাহন নসিমনের উপর থেকে জেলার নগরকান্দা উপজেলার বণগ্রাম গ্রামের মৃত জনাবআলী খলিফার পুত্র সোহেলের (২৬) পরিত্যক্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে ফরিদপুরের ভাঙ্গা হাই-ওয়ে থানা পুলিশ। উদ্ধারকৃত লাশের পরিবারের অভিযোগ পরিকল্পিত হত্যাকান্ড। অপরদিকে সড়ক দূর্ঘটনাকে হত্যাকান্ড বলে ফায়দা লুটার অভিযোগ নসিমনের চালক- মালিক পক্ষদের। এব্যাপারে ভাঙ্গা হাই-ওয়ে থানার উপ-পরিদর্শক নিত্য বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান।

বাংলাদেশ সময়: ২০:০১:০০   ৬৫৯ বার পঠিত   #