মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯
এ কারণেই আজ তোমাকে এত সুন্দর দেখাচ্ছে যে চোখ ফেরানো যাচ্ছে না
Home Page » আজকের সকল পত্রিকা » এ কারণেই আজ তোমাকে এত সুন্দর দেখাচ্ছে যে চোখ ফেরানো যাচ্ছে নাবঙ্গ-নিউজঃ বলিউডে দম্পতিদের মধ্যে শাহরুখ-গৌরী একটা উদাহরণ। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবন কাটাচ্ছেন তারা। তারকাদের মধ্যে এমন উদাহরণ খুব কমই আছে। বহু ঝড় আর বিপদের মধ্যেও তাদের দাম্পত্য এখনও অটুট।
শাহরুখ-গৌরীর প্রেমের কাহিনীও অনেকটা বলিউডের সিনেমার গল্পের মতোই। অনেকেই তাদের সম্পর্ককে ‘ট্রু লাভ’ বলেই বর্ণনা করেন। এখনও তাদের একসঙ্গে পেলে উৎসাহিত হয়ে পড়েন ভক্তরা। কারণ বলিউডের জন্য শাহরুখ চিরকালের ‘রোম্যান্টিক হিরো’। আর কিং খানের ব্যক্তিগত জীবনের কুইন সেই একমাত্র গৌরীই।
সম্প্রতি মু্ম্বাইয়ের মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে পৌঁছেছিলেন শাহরুখ-গৌরী। সেখানেই শাহরুখের এক বিশেষ অভ্যাসের কথা ফাঁস করে দেন শাহরুখপত্নী। গৌরীর কথায়, ”একজন বলে যে নাকি তিনি স্টাইল নিয়ে মাথায় ঘামান না। তবে আমি আপনাদের একটা গোপন কথা বলি, যখন কোনো পার্টিতে যাওয়ার থাকে, তখন আমি সাধারণত জলদি রেডি হয়ে নেই, ২০ মিনিটের মধ্যেই রেডি হয়ে যাই। আর ও (শাহরুখ) রেডি হতে সময় নেন ২-৩ ঘণ্টা।”
গৌরী অবশ্য বলেন, ” আজকে আমি একটু স্পেশাল, তাই আমি ২-৩ ঘণ্টা সময় নিয়েছি। আর ও ৬ ঘণ্টা।” এ সময় তার পাশেই দাঁড়িয়েছিলেন বলিউডের কিং খান। একটু লজ্জা পেলেও হাসি থামাতে পারেননি।
স্ত্রীকে থামিয়ে দিয়ে তিনি বললেন, ‘আমার মনে হয়, এ কারণেই আজ তোমাকে এত সুন্দর দেখাচ্ছে যে চোখ ফেরানো যাচ্ছে না।’ প্রসঙ্গত ১৯৯১ সালে সাত পাকে বাঁধা পড়েন শাহরুখ-গৌরী। বর্তমানে তাঁদের তিন সন্তান রয়েছেন আরিয়া, সুহানা ও আব্রাম খান।
বাংলাদেশ সময়: ৬:১০:১২ ৫৩১ বার পঠিত