সোমবার, ১ এপ্রিল ২০১৯

মধ্যনগরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালিত

Home Page » সর্বশেষ সংবাদ » মধ্যনগরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালিত
সোমবার, ১ এপ্রিল ২০১৯



মধ্যনগর বাজার শহীদ মিনার প্রাঙ্গনে অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থী-শিক্ষকআল-আমিন সালমান ও আতিকুর রহমান ফারুকী,বঙ্গ-নিউজঃসুনামগঞ্জের মধ্যনগর বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র চন্দ্র তালুকদার(৫০)এর ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে দূর্বৃত্তরা।
স্থানীয়রা জানায়,মধ্যনগর বাজার থেকে রবিবার রাত ৮টার  দিকে নদী পাড় হয়ে বাড়িতে ফেরার  সময় ইটাউড়ি গ্রামের  গ্রামের দক্ষিনে খলার পাশে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা।  জখম হওয়ার ১ঘন্টা পর ঐ পথ দিয়ে ইউপি সদস্য চঞ্চল সরকার,রাজিব সরকার ও গোপেশ সরকার যাওয়ার সময়   তার(রমেন্দ্র চন্দ্র তালুুকদার) চিৎকার  শুনে   উদ্ধার করে স্বজনদের খবর দেয়। স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে দ্রুত এম্বুলেন্সে করে তাকে ময়মনসিংহ  চরপাড়া মেডিকেল কলেজে পাঠানো কিন্তু রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।আহত ব্যক্তির  স্বজনদের সাথে আলাপকালে তারা জানায়,রোগীর অবস্থা আশংকাজনক। ঢাকা মেডিকেলের নিউরো সার্জারি ইউনিটে চিকিৎসারত।
সোমবার(১লা এপ্রিল)সকাল সাড়ে ১০ টায় মধ্যনগর সদরের চারটি শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী এবং শিক্ষকেরা দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে । মিছিলটি মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে মধ্যনগর থানা হয়ে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। পরে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন কর

ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান,অপরাধীদের সনাক্ত করন ও গ্রেফতারে  আমাদের অভিযান অব্যাহত আছে।অপরাধী যতোই আড়ালে থাকুক না কেন তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যাবস্থা করা হবে।

বাংলাদেশ সময়: ১৯:৫৪:৪০   ৭৫৮ বার পঠিত   #  #