সোমবার, ১ এপ্রিল ২০১৯

খালেদা জিয়াকে আজ বিএসএমএমইউতে নেয়া হতে পারে

Home Page » প্রথমপাতা » খালেদা জিয়াকে আজ বিএসএমএমইউতে নেয়া হতে পারে
সোমবার, ১ এপ্রিল ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যবহার্য জিনিসপত্র কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ সোমবার (১ এপ্রিল) সকালের দিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের জিনিসপত্রগুলো বঙ্গবন্ধু মেডিকেলে নেওয়া হয়।

এছাড়া কারাবন্দি খালেদা জিয়াকে আজই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হতে পারে। এ জন্য খালেদা জিয়া মৌখিকভাবে সম্মতি জানিয়েছেন বলে জানা গেছে।

খালেদার জন্য হাসপাতালের ৬২১-৬২২ নম্বর কেবিন বরাদ্দ রাখা হয়েছে বলে জানা গেছে।

সোমবার যে কোনো সময় তাকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাহবুবুল হক বলেন, খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার বিষয়ে কারাকর্তৃপক্ষ আমাদের জানিয়েছে। আজ আনার সম্ভাবনা রয়েছে। আমরা সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছি।

খালেদাকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এদিকে আজ সোমবার নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরা দেওয়ার কথা রয়েছে। এদিন পুরাতন কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমানের এজলাসে খালেদা জিয়ার পক্ষে অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে কোন সময় খালেদাকে হাসপাতালে নেওয়া হবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে গত মাসের শুরুর দিকেও খালেদা জিয়াকে একবার বিএসএমএমইউয়ে নেয়ার কথা উঠেছিল। তবে খালেদা জিয়া রাজি না হওয়ায় তাকে শেষ পর্যন্ত সেবার হাসপাতালে নেয়া হয়নি।

প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে গত বছরের ৬ অক্টোবর খালেদা জিয়াকে পুরাতন কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক মাসের চিকিৎসা প্রদান শেষে গত ৭ নভেম্বর তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১২:৪১:০৮   ৪৭৮ বার পঠিত   #  #  #  #  #  #