সোমবার, ১ এপ্রিল ২০১৯
মধ্যনগরে শিক্ষকের ওপর অর্তকিত সন্ত্রাসী হামলা!
Home Page » সর্বশেষ সংবাদ » মধ্যনগরে শিক্ষকের ওপর অর্তকিত সন্ত্রাসী হামলা!বঙ্গ-নিউজঃ সুনামগঞ্জের মধ্যনগর বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র চন্দ্র তালুকদারের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে দূর্বৃত্তরা।
স্থানীয়রা জানায়,মধ্যনগর বাজার থেকে আজ (৩১ মার্চ)রবিবার সন্ধ্যার দিকে নদী পাড় হয়ে বাড়িতে ফেরার সময় ইটাউড়ি গ্রামের গ্রামের দক্ষিনে খলার পাশে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে দূর্বৃত্তরা। জখম হওয়ার ১ঘন্টা পর আশেপাশের লোকজন তার চিৎকার শুনে উদ্ধার করে স্বজনদের খবর দেয়। স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে দ্রুত এম্বুলেন্সে করে তাকে ময়মনসিংহ চরপাড়া মেডিকেল কলেজে পাঠানো হয়।
আহত শিক্ষক রমেন্দ্র সরকারের বাড়ি সম্পদপুর গ্রামে।তার স্ত্রী দুগনই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতায় কর্মরত।তিনি দুই কন্যা সন্তানও জনক।
মধ্যনগর থানায় মুঠোফোনে এই জানতে চাইলে কেউ কল রিসিভ করেননি।
বাংলাদেশ সময়: ২:০৮:২২ ১০৮৭ বার পঠিত