রবিবার, ৩১ মার্চ ২০১৯

দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থানকারী মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে ব্যাবস্থা নেবে আ.লীগ

Home Page » জাতীয় » দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থানকারী মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে ব্যাবস্থা নেবে আ.লীগ
রবিবার, ৩১ মার্চ ২০১৯



---

বঙ্গ-নিউজঃউপজেলা পরিষদ নির্বাচনে দল মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে যেসব মন্ত্রী ও এমপিরা অবস্থান নিয়েছিলেন বা নিচ্ছেন তাদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ। বিভাগীয় সাংগঠনিক সম্পাদকেরা এই তালিকা করে জমা দিলে দলের কার্যনির্বাহী কমিটি এ বিষয়ে ব্যবস্থা নেবে। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ রবিবার (৩১ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষ এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘আগামী ৫ এপ্রিল দলের কার্যনির্বাহী সংসদের বৈঠক অনুষ্ঠিত হবে। এতে দলের বিদ্রোহী এবং বিদ্রোহীদের পক্ষাবলম্বনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হবে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আজকের বৈঠকে দলের আগামী সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। প্রস্তুতি ও মুজিব বর্ষ পালনে গঠিত দলের আটটি টিমের খসড়া করা হয়েছে। এই সংসদের বৈঠকে সেগুলোর অনুমোদন পাওয়ার পর, প্রস্তুতির কার্যক্রম শুরু করা হবে।’

এফ আর টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থতা সম্পর্কে বিএনপির করা অভিযোগ উড়িয়ে দিয়ে হানিফ বলেন, ‘সরকার গত ১০ বছরে ফায়ার সার্ভিসের দ্বিগুণ উন্নতি করেছে, ক্ষেত্রবিশেষে তিনগুণ।’ এ সময় এ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি।

বাকশাল নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, ‘স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির ঐতিহাসিক প্রয়োজনেই বঙ্গবন্ধু বাকশাল গঠন করেছিলেন। বিএনপির যে নেতারা বাকশাল নিয়ে বিষোদগার করছেন, তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানও বাকশালের সদস্য হওয়ার আবেদন করেছিলেন। বাকশাল জাতিকে ঐক্যবদ্ধ করার একটি কনসেপ্ট ছিল।’

ড. কামালের পুনরায় নির্বাচনের দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘পাঁচ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তখন নির্বাচন কমিশন নির্বাচন দেবে। তিনি তাতে অংশ নেবেন বেলে আশা করি। গত নির্বাচনে ড. কামালের নির্বাচনে অংশ নেওয়ায় তাদের জনবিচ্ছিন্নতাই প্রমাণিত হয়েছে। জাতির কাছে তাদের দাবির কোনও গ্রহণযোগ্যতা নেই।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, সংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বাহাউদ্দিন নাসিম, ডিএম মোজাম্মেল, খালিদ মাহমুদ চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কৃষি সম্পাদক ফরিদুর নাহার লাইলি, স্বাস্থ্য সম্পাদক রোকেয়া সুলতানা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলওয়ার হোসেন, আন্তর্জাতিক সম্পাদক শাম্মি আহম্মেদ, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, এসএম কামাল হোসেন, রিয়াজুল কবির কাওসার, আনোয়ার হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:০৬   ৪৬৬ বার পঠিত