শনিবার, ৩০ মার্চ ২০১৯

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় জনসাধারণের ভোগান্তি

Home Page » বিবিধ » কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় জনসাধারণের ভোগান্তি
শনিবার, ৩০ মার্চ ২০১৯



কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় জনসাধারণের ভোগান্তি

দেশে কি জনপ্রসাশন কোন কিছু নাই নাকি এমনটাই বলছেন একজন । হোসেনপুর থেকে কিশোরগঞ্জ যেতে অটোরিকশার ভাড়া যেখানে ২০ টাকা  সেখানে জনগণের  গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া সেই সাথে পোহাতে হচ্ছে তিন থেকে চারটি  অটোরিকশা বদলের ভোগান্তিও। অটোরিকশা চালকদের অত্যাচারে অতিষ্ঠ হোসেনপুরবাসী। হোসেনপুর থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে চরপুমদী বাজার নামক স্থানে যাত্রীদের জোরপূর্বক নামিয়ে দেওয়া হচ্ছে, আবার চরপুমদী বাজার থেকে কিশোরগঞ্জ অভিমুখে বটতলা নামক স্থানে যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে । শহরে প্রবেশ  করতে যাত্রীদের আরো একটি অটোরিকশায় উঠতে হচ্ছে। ফলে সময় ও টাকা দুই দিক থেকেই যাত্রীদের ভোগান্তি হচ্ছে।

কালদিন পর থেকে HSC পরীক্ষা শুরু হতে যাচ্ছে । এই অবস্থা চলতে থাকলে পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। তারা সঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে পারবে না। তাই জনগণকে হয়রানি থেকে রক্ষা করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং  ছাত্র/ছাত্রীরা সঠিক সময় উপস্থিত হতে পারে সে বিষয়ে নজর দিয়ে এর সমাধান বের করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।

বাংলাদেশ সময়: ২৩:৩২:২৩   ৯২৫ বার পঠিত