শুক্রবার, ২৮ জুন ২০১৩

” প্রাচী ও আসাদ গাড়িওয়ালা চলচ্চিত্রে”

Home Page » বিনোদন » ” প্রাচী ও আসাদ গাড়িওয়ালা চলচ্চিত্রে”
শুক্রবার, ২৮ জুন ২০১৩



gariwala-bg20130628061211.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ ‘দুখাই’ ও ‘মাটির’ ময়না খ্যাত সু-অভিনেত্রী রোকেয়া প্রাচী এবং প্রখ্যাত অভিনেতা রাইসুল ইসলাম আসাদ এবার একসঙ্গে সরকারি অনুদান প্রাপ্ত ‘গাড়িওয়ালা’ ছবিতে অভিনয় করছেন। শিশুতোষ এই ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন আশরাফ শিশির।ছবিটি প্রযোজনা করছে মিডিয়াএইড বাংলাদেশ ও কারিগরী সহায়তায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি)।

সম্প্রতি মিডিয়াএইড বাংলাদেশের প্রযোজনায় পাবনা ও গাজীপুরের প্রত্যন্ত গ্রামে এবং এফডিসিতে ছবিটির অনেকাংশের শুটিং সম্পন্ন হয়েছে।

নব্বই মিনিটের এই সিনেমাটি প্রসঙ্গে আশরাফ শিশির বলেন, অভিনেত্রী রোকেয়া প্রাচী এবং অভিনেতা রাইসুল ইসলাম আসাদ আমার এই শিশুতোষ চলচ্চিত্রে অভিনয় করেছেন। ছবিতে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছে মারুফ, কাব্য, অর্ণব, স্বপ্ন, কিন্নর ও ঋদ্ধ।

তিনি আরও বলেন, গাড়িওয়ালা দুই ভাই এবং তাদের মায়ের গল্প-গ্রামের মাঠে-নদীতে ভেসে বেড়ানো দুই ভাই, জীবন সংগ্রামে বিপর্যস্ত তাদের মা, তাদের স্বপ্ন-স্বপ্নভঙ্গ আর জীবনের কষাঘাতে এক রাতে ছোট্ট এক শিশুর সামর্থ্য পুরুষ হয়ে ওঠার গল্প, তারা প্রচন্ড দারিদ্রের মধ্যে কিভাবে গাড়িওয়ালা হয়ে উঠেছিল সেই গল্পগাঁথা..যে গাড়িকে কেউ কোনদিন হারাতে পারেনি সেই গল্প গাড়িওয়ালা।”

এতে আরও অভিনয় করেছেন মাসুম আজিজ, সুপার হিরো সুপার হিরোইনখ্যাত ইমরান, সানসি ফারুক, মোসলেম, আর জে মুকুল ও সাকি ফারজানা, মিরাক্কেলখ্যাত সিডর সুমন, মাটির ময়নাখ্যাত মোসলেম, সাজ্জাদ লিটন, মুক্তা, সম্রাট, জগন্ময় পালসহ চার শ নাট্যকর্মী।

চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করছেন সামিরা আব্বাসী এবং রাফায়েত নেওয়াজ।

ছবির পরিচালক জানান, ৩০ জুনের মধ্যে সিনেমাটি তথ্যমন্ত্রণালয়ের প্রিভিউ কমিটিতে জমা দেবেন। কমিটি সিনেমাটি অনুমোদন দেওয়ার পরে সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। আর সেন্সরে ছাড়পত্র পাওয়ার পরেই তিনি দেশের বিভিন্ন সিনেমা হলে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন।

বাংলাদেশ সময়: ১৮:২৫:৫৭   ৩৭১ বার পঠিত