শনিবার, ৩০ মার্চ ২০১৯

উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্থাপন এলাকাবাসীর প্রাণের দাবী-মনোজিত দাস মানব

Home Page » বিবিধ » উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্থাপন এলাকাবাসীর প্রাণের দাবী-মনোজিত দাস মানব
শনিবার, ৩০ মার্চ ২০১৯



উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্থাপন এলাকাবাসীর প্রাণের দাবী-মনোজিত দাস মানববঙ্গ-নিউজঃসার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমাদের এলাকায়  উচ্চ মাধ্যমিক বিদ্যালয়  স্থানীয় উদ্যেগে প্রতিষ্ঠিত  করা উচিত। এতে আপনার  মহৎকর্ম সাধন  হতে পারে নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যত গড়ার দৃঢ়প্রত্যয়। স্বাধীনতার পর হতে এখনো চেষ্টা অব্যহত, আজও  চলমান, কারন এখানে আর্থিক সমস্যা ও যোগ্য উদ্যোক্তার প্রয়োজনী পদক্ষেপ। সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার চামর দানী ইউনিয়নের দরাপপুর বিশারা,কাহালা,নন্দীপড়া, নয়াগাঁও, কামার গাও, সাজদাপুর, পলমাটি,জগন্নাথপুর, দুগনই,মুকশেদপুর। প্রত্যন্ত অঞ্চল নেই কোন বাণিজ্যিক সুবিধা, নেই যোগাযোগ ব্যবস্থা,একমাত্র কৃষির নির্ভর  ভাটির মানুষ। ঝুঁকি নিয়ে কাজ করতে ভয় পায় এই অঞ্চলের মানুষ, আবার কেউ  কেউ বিশ্বাস রাখতে পারে না এখানে কি আমরা আগামী প্রজন্মের জন্য ভালো কিছু করে যেতে পারব।  অবশ্য সম্ভব হবে দূর্গম অনুন্নত এলাকাকে উন্নয়নশীল অঞ্চল হিসেবে গড়ে তুলতে। সকলের যৌথ প্রচেষ্টায় আমরাও আমাদের ঐক্যের মাধ্যমে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত করে নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যত গড়তে পারি। আপনার মহৎকর্ম একদিন আমাদের ঐক্যের ইতিহাসে মহাসাক্ষী হয়ে থাকবে অনন্তকাল। সেদিন হয়তো আপনি থাকবেন –না,ঐক্যের ইতিহাসে আপনার মহৎকর্ম ই অমর করে রাখবে।   হয়তো  এরই ধারাবাহিকতায় নতুন প্রজন্ম সুশিক্ষিায় প্রস্ফুটিত  হয়ে একদিন বিশ্বের সর্বোচ্চ  সম্মানিত স্থান অর্জন করতে সক্ষম হবে ।আসুন আমরা ঐক্য বদ্ধ হয়ে শিক্ষা প্রসারে প্রত্যয় ঘোষণা করি।
লেখক//
মনোজিত দাস মানব
সমাজকর্মী

বাংলাদেশ সময়: ১৯:৩০:৪৩   ৪৬৫ বার পঠিত