মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯
বঙ্গ-নিউজঃ ইতিহাসের এই দিনে
Home Page » আজকের সকল পত্রিকা » বঙ্গ-নিউজঃ ইতিহাসের এই দিনেবঙ্গ-নিউজঃ আজকের এই দিনে পৃথিবীতে ঘটে যাওয়া বিশেষ ঘটনাবলি। ১৯৭১ : বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। ১৯৯৭ : মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন কার্যক্রম শুরু করে। ১৯৯৮ : মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান একটেল (বর্তমানে রবি) চট্টগ্রামে সেবাদান কার্যক্রম শুরু করে। ২০১৫ : গুগল অনুবাদে বাংলা ভাষার সাত লাখ শব্দ যোগ করে রেকর্ড সৃষ্টি ৷
জন্মঃ ১৯০৭ - মহাদেবী বর্মা, প্রখ্যাত হিন্দি ভাষার কবি। ১৯১৩ - পল এর্ডশ, একজন অতিপ্রজ (prolific) হাঙ্গেরীয় গণিতবিদ। ১৯৩১ - লিওনার্ড নিময়, মার্কিন অভিনেতা। ১৯৪১ - রিচার্ড ডকিন্স, ইংরেজ বিবর্তনবাদ বিশেষজ্ঞ, বিজ্ঞানী, এবং বিজ্ঞান লেখক।
মৃত্যুঃ ১৮২৭ - লুডউইগ ভ্যান বেইটোভেন, জার্মান সুরকার এবং পিয়ানো বাদক। ১৯৭১ - অনুদ্বৈপায়ন ভট্টাচার্য, বাঙালি শিক্ষাবিদ। ১৯৭১ - আতাউর রহমান খান খাদিম, বাংলাদেশী শিক্ষাবিদ। ১৯৭১ - গোবিন্দ চন্দ্র দেব, বাংলাদেশী বুদ্ধিজীবী। ২০১৫ - টমাস ট্রান্সট্রোমার, নোবেল বিজয়ী সুয়েডীয় কবি ও অনুবাদক (জ. ১৯৩১) ২০১৫ - ফ্রেড রবশাহম, নরওয়ের চলচ্চিত্র অভিনেতা (জ. ১৯৪৩) ২০১৫ - ইয়ান মইয়ার, স্কটিশ ফুটবল খেলোয়াড় (জ. ১৯৪৩)
দিবস, ছুটি ও অন্যান্যঃ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস (১৯৭১)
তথ্য সূত্রঃ উইকিপিডিয়া
বাংলাদেশ সময়: ৭:২৮:০২ ৫৪৪ বার পঠিত