সোমবার, ২৫ মার্চ ২০১৯
চার ছক্কা ও আট চারে সাজানো গেইলের ঝড়ো ব্যাটিং
Home Page » আজকের সকল পত্রিকা » চার ছক্কা ও আট চারে সাজানো গেইলের ঝড়ো ব্যাটিং)
বঙ্গ-নিউজঃ বিস্ফোরক কিংবা বিধ্বংসী। খুনে নয়তো দানবীয়। ক্রিস গেইলের ইনিংসের বর্ণনায় বেছে নেওয়া যায় যে কোনোটি। কিংবা সব কটিই!
গেইল দাঁড়িয়ে গেলে প্রতিপক্ষের কিছু করার থাকে না, সেটা আরও একবার দেখিয়ে দিলেন এই ক্যারিবীয় ব্যাটিং দানব।
আইপিএলের চলামন ১২তম আসরে খেলতে নেমেই ব্যাটিংয়ে তাণ্ডব চালান গেইল।
সোমবার রাজস্থান রয়েলসের বিপক্ষে ব্যাটিং তাণ্ড চালিয়ে যাওয়া গেইল শেষ পর্যন্ত আউট হন বাউন্ডারিতে ক্যাচ তুলে দিয়ে। দলীয় ১৬তম ওভারে বেন স্ট্রোকের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে সীমানার কাছে ত্রিপথির দুর্দান্ত ক্যাচে পরিণত হন গেইল।
এদিন ইনিংসের শুরু থেকেই ব্যাটিংয়ে ঝড় তোলেন গেইল। ৪ রানে লোকেশ রাহুলের বিদায়ের পর দলকে খেলায় ফেরান গেইল। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যাওয়া গেইল থামেন ৪৭ বলে ৭৯ রান করে। তার ইনিংসটি চারটি ছক্কা ও আটটি চারে সাজানো।
বাংলাদেশ সময়: ২৩:৫২:৪৩ ৪৯৮ বার পঠিত