![](https://www.bongo-news.com/archive/cloud/archives/fileman/bnews-logo.jpg)
রবিবার, ২৪ মার্চ ২০১৯
পুরান ঢাকার চকবাজারের পর এবার পুরানপুরান ঢাকার লালবাগে আগুন, প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
Home Page » প্রথমপাতা » পুরান ঢাকার চকবাজারের পর এবার পুরানপুরান ঢাকার লালবাগে আগুন, প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
বঙ্গ-নিউজ: রাজধানীর লালবাগে শহীদ নগরে আমনীগোলা এলাকায় মক্কা হোটেলের গলিতে কাগজের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ শনিবার (২৩ মার্চ) রাত ৯টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। এরপর প্রায় এক ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্তব্যরত কর্মকর্তা আতাউর রহমান জানান, শনিবার (২৩ মার্চ) রাত পৌনে ১০টার দিকে ওই কারখানায় আগুন লাগে। পরে রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা যায় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও জানা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, এর আগে ২০ মার্চ (শুক্রবার) রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়ার রেলগেট এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় বস্তির অন্তত ২০টি ঘর পুড়ে গিয়েছিলো। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তাছাড়া গত ২০ ফেব্রুয়ারি রাজধানীর চকবাজারে রাত সাড়ে ১০টার দিকে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। প্রায় ১৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে সেই আগুন। ওই ঘটনায় ৭১ জনের মৃত্যু হয়। সেই অগ্নিকাণ্ডের পর মাস ঘুরেছে কিন্তু পুরান ঢাকার তেমন কোনো পরিবর্তন হয়নি।
দুর্ঘটনার পর গুদাম সরাতে সরকারের সেবা সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান চালালেও এই ব্যবসা বন্ধ হয়নি। চুড়িহাট্টা মোড়ে দাঁড়িয়েই দুই ছেলে হারানো সাহেব উল্লাহ বলছিলেন, ‘এত মানুষ মরে গেল। সবকিছু তো আগের মতোই চলছে।’
অগ্নিকাণ্ডটির সূত্রপাত ছিল ওয়াহেদ ম্যানশনের দোতলার একটি সুগন্ধির গুদাম থেকে। ঘটনার পরদিন আবাসিক ভবনের দুই মালিকের ছেলের বিরুদ্ধে হত্যা মামলা হলেও পুলিশ তাঁদের গ্রেপ্তার করতে পারেনি। ১৮ দিন পর উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন তাঁরা।
বাংলাদেশ সময়: ১০:১২:২৮ ৪৪৫ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম