রবিবার, ২৪ মার্চ ২০১৯

বঙ্গ-নিউজঃ ইতিহাসের এই দিনে

Home Page » আজকের সকল পত্রিকা » বঙ্গ-নিউজঃ ইতিহাসের এই দিনে
রবিবার, ২৪ মার্চ ২০১৯



ছবি সংগৃহীত

বঙ্গ-নিউজঃ আজকের এই দিনে  পৃথিবীতে ঘটে যাওয়া  বিশেষ ঘটনাবলি।  ১৩৫১: ফিরোজ শাহ তুঘলক দিল্লির সিংহাসনে আরোহণ করেন। ১৭৯৩: চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা ঘোষিত হয়। ১৮৬১: লন্ডনে প্রথম ট্রাম চলাচল শুরু হয়। ১৯৩৩: এড্লফ হিটলার জার্মানির একনায়ক হন। ১৯৪০: শেরেবাংলা এ কে ফজলুল হক উত্থাপিত লাহোর প্রস্তাব মুসলিম লীগের সভায় গৃহীত হয়। ১৯৪৮: ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবর্তনে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ রাষ্ট্রভাষা উর্দুর পক্ষে ভাষণ দিয়ে ছাত্রদের প্রতিবাদের সম্মুখীন হন। ১৯৫৬: পাকিস্তানকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।

জন্মঃ ১৮৩৪ - উইলিয়াম মরিস, ইংরেজ টেক্সটাইল ডিজাইনার, কবি, উপন্যাসিক, অনুবাদক এবং সমাজতান্ত্রিক কর্মী। ১৮৪১ - নবাব ওয়াকার-উল-মুলক মৌলভী, নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। ১৯২৫ - কাজী নূরুজ্জামান, বীর উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার। ১৯৬১ - ডিন জোন্স, ইংরেজ সাবেক ক্রিকেটার। ১৯৬৫ - দ্য আন্ডারটেকার, মার্কিন পেশাদার কুস্তীগির। ১৯৭৭ - জেসিকা চ্যাস্টেইন, মার্কিন অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক। ১৯৭৯ - গ্রেম সোয়ান, ইংরেজ সাবেক ক্রিকেটার। ১৯৮৭ - সাকিব আল-হাসান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অল-রাউন্ডার।

মৃত্যুঃ ১৬০৩ - প্রথম এলিজাবেথ, ইংল্যান্ডের রানী। ১৭৭০ - আশরাফ আলি খান (নবাব) ১৮৯৯ - বিলি বার্নস, পেশাদার ইংরেজ ক্রিকেটার। ১৯০৫ - জুল ভার্ন, ফরাসি লেখক। ২০১০ - রন হামেন্স, অস্ট্রেলীয় ক্রিকেটার।

ছুটি ও অন্যান্যঃ বিশ্ব যক্ষ্মা দিবস৷

তথ্য সূত্রঃ  উইকিপিডিয়া

বাংলাদেশ সময়: ৬:২৭:৫৫   ৭৩০ বার পঠিত