শুক্রবার, ২৮ জুন ২০১৩
“এবার-এলব্রুস চূড়ায় মুসা, নিয়াজ ও সিফাত”
Home Page » এক্সক্লুসিভ » “এবার-এলব্রুস চূড়ায় মুসা, নিয়াজ ও সিফাত”বঙ্গ- নিউজ ডটকমঃ বাংলাদেশের প্রথম হিমালয় বিজয়ী মুসা ইব্রাহীম, পর্বতারোহী নিয়াজ মোর্শেদ পাটওয়ারী ও সিফাত ফাহামিদা নওশীন এবার ইউরোপের সর্বোচ্চ পর্বত মাউন্ট এলব্রুস শীর্ষে নিজেদের পদচিহ্ন রেখেছেন। এর আগে বাংলাদেশের দ্বিতীয় নারী এভারেস্ট বিজয়ী ওয়াসফিয়া নাজনীন চলতি বছরের ২৮ মার্চ এলব্রুস পর্বত জয় করেন।
বুধবার স্থানীয় সময় সকাল ৮টা বেজে ৪০ মিনিটে অভিযাত্রীরা বাংলাদেশ ও রাশিয়ার পতাকা ওড়ান।
রাশিয়া-জর্জিয়া সীমান্তের ককেশাস পর্বতমালার সর্বোচ্চ এই পর্বত ১৮ হাজার ৫১০ ফুট উঁচু। ১৪ জুন থেকে শুরু হওয়া এই অভিযানে তিন বাংলাদেশির গাইড হিসেবে কাজ করেছেন রাশিয়ার ডালহাত ওলমেঝভ। আর এর মধ্য দিয়েই ‘বাংলাদেশ-রাশিয়া মৈত্রী অভিযান’ সম্পন্ন হয়।
সাত মহাদেশের শীর্ষ সাত চূড়া জয়ের (সেভেন সামিট) পথে মুসা ইব্রাহীমের এটি তৃতীয় সফল অভিযান।
এর আগে টিম বাংলাদেশ নামের এই অভিযাত্রীরা ১৩ জুন মস্কো থেকে রওনা দিয়ে এলব্রুস পর্বতের দক্ষিণ পথের পাদদেশ আজাউ ভ্যালিতে পৌঁছান।
বাংলাদেশ সময়: ১৫:৫৫:৪১ ৫০৩ বার পঠিত