শনিবার, ২৩ মার্চ ২০১৯

বঙ্গ-নিউজঃ ইতিহাসের এই দিনে

Home Page » আজকের সকল পত্রিকা » বঙ্গ-নিউজঃ ইতিহাসের এই দিনে
শনিবার, ২৩ মার্চ ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ আজকের এই দিনে  পৃথিবীতে ঘটে যাওয়া  বিশেষ ঘটনাবলি।  ১৯৪০ - আবুল কাশেম ফজলুল হক নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে লাহোর প্রস্তাব উত্থাপন করেন। ১৯৬৬ - শেখ মুজিবুর রহমান লাহোরে ছয় দফা প্রস্তাব আনুষ্ঠানিক ভাবে উত্থাপন করেন। ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় বতসোয়ানা।

জন্মঃ ১৮৮১ - হাকিম হাবিবুর রহমান, ব্রিটিশ বাংলার বিশিষ্ট চিকিৎসক, লেখক, রাজনীতিবিদ। ১৯০৪ - জোন ক্রফোর্ড, মার্কিন অভিনেত্রী। (মৃ. ১৯৭৭) ১৯০৬ - মরিস অলম, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার। ১৯১০ - আকিরা কুরোসাওয়া, জাপানী চলচ্চিত্র পরিচালক। ১৯৪৭ - ওয়াসিম, বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। ১৯৫২ - রেক্স টিলারসন, মার্কিন ব্যবসায়ী, প্রকৌশলী ও কূটনীতিক। ১৯৮৬ - কঙ্গনা রানাওয়াত, ভারতীয় অভিনেত্রী। ১৯৮৫ - আশেক ইলাহী চৌধুরী আইমন (আর্টিস) বাংলাদেশী আর্ট শিল্পী

মৃত্যুঃ ১৯৩১ - ভগৎ সিং, প্রসিদ্ধ বিপ্লবী শহীদ। ১৯৯২ - ফ্রিড্‌রিখ হায়েক, অস্ট্রীয় অর্থনীতিবিদ। ২০১১ - এলিজাবেথ টেলর, ইংল্যান্ডে জন্মগ্রহণকারী ব্রিটিশ-মার্কিন চলচ্চিত্রাভিনেত্রী। ২০০৮ - শহীদুল জহির, বাংলাদেশি গল্পকার ও ঔপন্যাসিক। ২০১৫ - লি কুয়ান ইউ, আধুনিক সিঙ্গাপুরের জনক৷

ছুটি ও অন্যান্যঃ বিশ্ব আবহাওয়া দিবস ৷ জাতীয় পতাকা দিবস ৷

তথ্য সূত্রঃ  উইকিপিডিয়া

বাংলাদেশ সময়: ৯:১৪:১৫   ৬১৮ বার পঠিত