শুক্রবার, ২২ মার্চ ২০১৯

পানির দেশে পানির আকাল-অসীম সরকার

Home Page » প্রথমপাতা » পানির দেশে পানির আকাল-অসীম সরকার
শুক্রবার, ২২ মার্চ ২০১৯



---

বঙ্গ-নিউজঃ আমার জন্ম পানির দেশ হাওরে৷ বেড়ে ওঠা গ্রামে৷ গ্রামের পাশে বয়ে যাওয়া  গোমাই নদীতে লাই খেলতে খেলতে সাঁতার শেখা৷ আমাদের সাঁতার শিখতে সুইমিংপুলে যেতে হয়নি৷ এখন এই নদীর তলদেশে গরু ঘাস খায় আবার কেউ কেউ চাষাবাদও করেন৷ যে নদীতে একসময় লঞ্চ চলতো নৌকা চলতো তার এই অবস্থা মেনে নেওয়া যায়না৷
চাতক পাখির মত পানির আশায় বসে থাকা নদীগুলো বর্ষাকালে যৌবন ফিরে পায় ঠিকই কিন্ত অসময়ে৷ হাওরের মানুষ ছয়মাস অথৈ
পানির সমস্যায় ভোগে
আর হেমন্ত ছয়মাস পানির অভাবে ভোগে। ফাল্গুন চৈত্র মাসে নদী
খাল বিল শুকিয়ে যায় তখন পানির সংকট
দেখা দেয়। যে হাওরে অথৈ পানি থাকে সেখানে পানির আকাল। কোন গ্রামেই  শতভাগ আর্সেনিকমুক্ত টিউবওয়েল নেই৷ এমন গ্রামও পাবেন যে এক টিউবওয়েল সবাই ব্যবহার করে৷
কথা হল,কেন পানির আকাল, কেন  নদীর এই হাল? কারণটা সবার জানা। নদীগুলো ভরাট হচ্ছে,দখল হচ্ছে,দূষণ হচ্ছে৷ তোরাগ,বুড়িগঙ্গা দখল দূষণের স্বীকার ; সুরমা, সোমেশ্বরী ভরাটের স্বীকার ইত্যাদি ৷ উজানের পলি,কলকারখানার পলিথিন বৈর্জ্য ইত্যাদির কারনে নদীগুলোর যৌবন হারাচ্ছে৷ এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে নদীখনন করা প্রয়োজন৷
তবে আশার
বাণী যে, কিছু কিছু স্থানে খনন শুরু হয়েছে দখল উচ্ছেদ অভিযান হচ্ছে৷ হাওরে ফসল ডুবিরও একটি কারণ  নদী ভরাট।              পানি সবাই পাক এটা আমি যেমন চাই, আশাকরি সবাই চায়৷ পানির সমস্যা মিটাতে যা যা করা দরকার কর্তাব্যক্তিরা হয়তো করবেন বা করছেন৷ প্রয়োজনে তিস্তা ফারাক্কার নিয়ে হয়তো ভাবছেন৷ পানি দিবসে পানি চাই৷ বিশুদ্ধ পানি৷

বাংলাদেশ সময়: ১৮:৫১:০৮   ৫০৫ বার পঠিত