শুক্রবার, ২২ মার্চ ২০১৯

৩৪ ও ৩৫ নম্বর পিলারে বসানো হয়েছে পদ্মা সেতুর নবম স্প্যান

Home Page » জাতীয় » ৩৪ ও ৩৫ নম্বর পিলারে বসানো হয়েছে পদ্মা সেতুর নবম স্প্যান
শুক্রবার, ২২ মার্চ ২০১৯



 

বঙ্গ-নিউজ:  জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ৩৪ ও ৩৫ নম্বর পিলারের উপর বসানো হয়েছে নবম স্প্যান ৬-ডি। স্প্যানটির দৈর্ঘ্য ১৫০ মিটার আর ওজন তিন হাজার ১৪০ টন।

আজ শুক্রবার (২২ মার্চ) শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর নবম স্প্যানটি বসানো হয়।

পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর মধ্য দিয়ে সেতুর জাজিরা অংশে দৃশ্যমান হবে ১২০০ মিটার আর মাওয়া প্রান্তে দৃশ্যমান রয়েছে আরও ১৫০ মিটার।

এর আগে, জাজিরা প্রান্তের ৩৫ ও ৩৪ নম্বর খুঁটিতে বসানোর উদ্দেশ্যে বুধবার সকাল সাড়ে ৮টায় মাওয়ার কুমারভোগের বিশেষায়িত ওর্য়াকশপ থেকে ‘৬ডি’ নম্বর স্প্যানটি নিয়ে শরীয়তপুরের জাজিরা প্রান্তের উদ্দেশ্যে রওনা দেয় ভাসমান জাহাজ।

সেতুর দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলীরা জানিয়েছেন, খুঁটি দুটি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে লিফটিং ফ্রেমটি ৩৫ নম্বর খুঁটির ওপর ঝুলানো হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে লৌহজং উপজেলার মাওয়া প্রান্ত থেকে ৩৬শ’ মেট্রিকটন ওজন ক্ষমতার ভাসমান জাহাজ তিয়ান-ই নতুন এই স্প্যানটি নিয়ে জাজিরা প্রান্তের ৩৫-৩৪ নম্বর খুঁটির কাছে পৌঁছেছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর বসানো হয় প্রথম স্প্যান। এর প্রায় ৪ মাস পর ২০১৮ সালের ২৮ জানুয়ারি দ্বিতীয় স্প্যানটি বসে। এর দেড় মাস পর ১১ মার্চ জাজিরা প্রান্তে ধূসর রঙের তৃতীয় স্প্যান বসানো হয়। এর ২ মাস পর ১৩ মে বসে চতুর্থ স্প্যান। এরপর এক মাস ১৬ দিনের মাথায় পঞ্চম স্প্যানটি বসে ২৯ জুন। ষষ্ঠ স্প্যানটি বসে ২৩ জানুয়ারী। আর সপ্তম স্প্যান বসে ২০ ফেব্রুয়ারি। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২টি পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান।

বাংলাদেশ সময়: ৯:০৩:৫১   ৫২৫ বার পঠিত   #  #  #  #  #  #