বুধবার, ২০ মার্চ ২০১৯

আমি পাহাড়ী -রঞ্জিত চাঙমা

Home Page » বিনোদন » আমি পাহাড়ী -রঞ্জিত চাঙমা
বুধবার, ২০ মার্চ ২০১৯



 

 

 

 রনজিত চাঙমা

 

 আমি পাহাড়ী -রঞ্জিত চাঙমা

 (২০/০৩/২০১৯ইং)

পাহাড়ের বুকে জন্মেছি বলে আমি পাহাড়ী
পুর্বপুরুষেরা জুম চাষ করতো বলে জুম্মো আমি,
কিন্তু আমি কোন কালে জাতির উপজাত ছিলাম না
তবুও হলাম অনিচ্ছাতে উপজাতি।
কারন আমি শাসক ছিলাম না,শোষিত ছিলাম
সেই ব্রিটিশ আমল থেকে,
পরাধীনতার শৃঙ্খল পড়েছি হাতে জন্মের সাথে সাথে
তাই উপজাতি শব্দটি লেখা হলো আমার ললাটে।
আমার জুম পাহাড় কবে ভালো ছিলো আমার জানা নেই
আমি পাকিস্কান দেখেছি শিশুকালে,
দেখেছি পিতাকে বন্দুকের বাটের মার খেতে অকারনে
কারন পিতার চেহারার মিল ছিল না তাদের সাথে।
দেখেছি গ্রামের পর গ্রাম জ্বলতে,আকাশ লালে লাল
কালো ধোয়ায় মেঘ হতে দেখেছি ভারী,
দেখেছি কত আর্তনাদ, জান নিয়ে পালাতে দুর পাহাড়ে
চুলার উপর অঙ্গার হতে দেখেছি ভাতের হাড়ি।
দেখেছি জন মানবহীণ ধু ধু প্রান্তর অচেনা জগত
প্রিয় কুকুরগুলোর রাতদিন আহাজারি,
দেখেছি ধানের গোলা জ্বলতে দিন রাত কত বার
আধমরা হতে দেখেছি বাড়ীর পাশে ফলবতী বৃক্ষটি।
আমি বই খাতা ছেড়ে গভীর অরন্যে কত রাত
কাটিয়েছি মশা মশাইদের সাথে,
হুতুম পেছা,ডুডুকাঙ পাখির ঘুমপাড়ানির গানে
ঘুমিয়েছি ঝোপঝাড়ে, খোলা আকাশের নীচে।
আমার জুম পাহাড়ের সবুজ বনবনানি
মায়াবি ঝর্ণা ধারা,কল কল নদী আর নেই,
পাখির কলকাকলী, বন্য প্রানীদের সখ্য মিতালী
হারিয়ে গেছে দুঃখ ভারাক্রান্তে হৃদয়েই।
জানি না,দুঃখগুলো কখন এসে বলবে হেসে
মাথায় হাত বুলিয়ে,অতীতকে আর রেখো না মনে,
চেয়ে দেখো সম্মুখ পানে পূর্ব গগনে উঠছে রবি
আনন্দ মনে,হেসে হেসে ভাসাতে সুখের প্লাবণে।

*******************

বাংলাদেশ সময়: ২২:০৬:৩০   ৯৩৫ বার পঠিত   #  #  #  #  #  #