বুধবার, ২০ মার্চ ২০১৯
মধ্যনগরে কবাডি খেলার উদ্বোধন
Home Page » সারাদেশ » মধ্যনগরে কবাডি খেলার উদ্বোধনস্টাফ রিপোর্টার, বঙ্গ-নিউজঃসুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশ স্টেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কাবাডি খেলার উদ্বোধন করা হয়েছে।বুধবার(২০মার্চ)বিকেলে মধ্যনগর থানা মাঠে ১৬ টি দলের অংশগ্রহনে খেলার শুভ উদ্বোধন করেন মধ্যনগর থানার ওসি মোঃ সেলিম নেওয়াজ। এতে রেফারির দায়িত্ব পালন করেন মধ্যনগর থানার এস আই আব্দুস ছালাম। স্বজীব ওয়াজেদ জয় সমর্থক গোষ্ঠী’র সভাপতি আব্দুস শহীদ আজাদ’র দল বনাম মধ্যনগর যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ‘র দল খেলায় অংশ গ্রহন করে।
খেলাটি প্রতিযোগিতামূলক ভাবে আব্দুস শহীদ আজাদের দল (১০পয়েন্ট) মোস্তাক আহমেদ’র দল( ০৯পয়েন্ট) অর্জন করে। ১পয়েন্টের ব্যাবধানে আব্দুস শহীদ আজাদের দল বিজয় লাভ করে।পর্যায়ক্রমে ফিকচার চলিত খেলাটি মহান স্বাধীনতা দিবসে ফাইনাল ম্যাচে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ২১:৫৯:১০ ৬৩২ বার পঠিত #bangla news #bd news #bongo-news #bongo-news.com #hot news #news 24 #online news #thikadar #বঙ্গ-নিউজ #বঙ্গ-নিউজ ডটকম #বাংলা নিউজ