শুক্রবার, ২৮ জুন ২০১৩

ম্যান্ডেলার অবস্থা সামান্য উন্নতি

Home Page » বিশ্ব » ম্যান্ডেলার অবস্থা সামান্য উন্নতি
শুক্রবার, ২৮ জুন ২০১৩



nelson-mandela-9397017-1-402.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা বলেছেন, বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার অবস্থা এখনো গুরুতর থাকলেও কিছুটা উন্নতি হয়েছে।ম্যান্ডেলার চিকিৎসক টীমের সঙ্গে কথা বলার পর জুমা বলেন, তাকে গত রাতে যা দেখেছি তার চেয়ে আজ তার অবস্থা বেশ ভাল।

জুমার কার্যালয় থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ম্যান্ডেলার অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল।
ম্যান্ডেলার বড় মেয়ে মাকাজিউয়েও বৃহস্পতিবার বলেছেন, তার বাবা এখনো ঠিক আছেন।স্পর্শে সাড়া দিচ্ছেন তিনি।

ম্যান্ডেলার খবর দেয়া নিয়ে কিছু কিছু সাংবাদিকের অতি কৌতুহলী আচরণের কড়া সমালোচনা করে তাদেরকে ‘শকুন’ এর সঙ্গে তুলনা করেন মাকাজিউয়ে।

এ সমস্ত গণমাধ্যম ম্যান্ডেলা ও তার পরিবারের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেন তিনি।

কয়েকটি বিদেশি গণমাধ্যম ম্যান্ডেলার অবস্থার অবনতির উদ্বেগজনক খবর দিচ্ছে বলে প্রেসিডেন্ট জুমার মুখপাত্রের সমালোচনার পর মাকাজিউয়ে এ অভিযোগ করলেন।

গত ছয়মাসে ম্যান্ডেলা এ নিয়ে চতুর্থবারের মতো হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন। তবে এবার ইতোমধ্যে তিনি হাসপাতালে ২০ দিন অতিবাহিত করেছেন। আর এ কারণে দেশটির অধিবাসীরা ইতোমধ্যে বুঝতে শুরু করেছে, তাদের প্রিয় নেতা সম্ভবত আর তাদের মাঝে ফিরে আসবেন না।

জোহানেসবার্গের অর্থনৈতিক জেলা স্যান্ডটনের পরিচ্ছন্নতাকর্মী ৬০ বছর বয়সী ইদা মাসেগো বলেন, “ম্যান্ডেলা খুব বয়স্ক মানুষ। তার জীবনের অবস্থা ভাল নয়। আমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি এখনই তুমি তাকে (ম্যান্ডেলা) নিয়ে যাও। তার অবশ্যই চলে যাওয়া উচিৎ, তার অবশ্যই বিশ্রাম পাওয়া উচিৎ।”

এরআগে বুধবার থেকেই ম্যান্ডেলাকে চিঠি, ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শুরু করে দক্ষিণ আফ্রিকার অধিবাসীরা। হাসপাতালের চারদেয়াল ছেয়ে যায় ম্যান্ডেলার প্রতি শুভাকাঙ্খীদের লেখা বার্তা, ফুলের তোড়ায়। বিলবোর্ডগুলোতে লেখা হয় ম্যান্ডেলাকে নিয়ে বার্তা, পুতুলের গলাতেও ঝুলিয়ে দেওয়া হয় শ্রদ্ধার বাণী।

ম্যান্ডেলার সুস্থতা কামনা করে এক ভক্তের বার্তায় লেখা হয়, “আমরা জানি তার চিরবিদায় নেয়ার দিনটি আসবে।কিন্তু এটা মেনে নেয়া কষ্টকর।”

দক্ষিণ আফ্রিকার প্রথম কালো প্রেসিডেন্ট ম্যান্ডেলাকে (৯৪) চলতি মাসের শুরুতে প্রিটোরিয়ার মেডিক্লিনিক হার্ট হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসে সংক্রমণের কারণে চলতি বছর এ নিয়ে চতুর্থ দফা তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে।

৮ জুন থেকে হাসপাতালে চিকিৎসাধীন ম্যান্ডেলার অবস্থা রোববার সঙ্কটাপন্ন বলে জানান দক্ষিণ জ্যাকব জুমা।এরপর মঙ্গলবার তার অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানানো হয় সরকার পক্ষ থেকে।

ম্যান্ডেলাকে সারিয়ে তোলার জন্য ডাক্তাররা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন বলে জানানো হয়েছে বিবৃতিতে। অবিসংবাদিত এই নেতার জন্ম ১৯১৮ সালের ১৮ জুলাই, ওমতাতার মুভিজোর এক গ্রামে।

কালো মানুষের অধিকারের পক্ষে আন্দোলনের কারণে ম্যান্ডেলাকে তারুণ্যের ২৭টি বছর কাটাতে হয়েছে কারাগারে। সে সময় উন্মুক্ত খনিতে কাজ করার সময় তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে ধারণা করা হয়।

১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার পর দক্ষিণ আফ্রিকার প্রথম কালো প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। বর্ণবাদের অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের জন্য ম্যান্ডেলাকে ১৯৯৩ সালে এফ ডাব্লিউ ডি ক্লার্কের সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১২:১৩:৫৯   ৩৯৬ বার পঠিত