![](https://www.bongo-news.com/archive/cloud/archives/fileman/bnews-logo.jpg)
বুধবার, ২০ মার্চ ২০১৯
পাহাড়তলীতে একটি ইলেকট্রনিক্স পণ্যের গুদামে আগুন, ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে
Home Page » প্রথমপাতা » পাহাড়তলীতে একটি ইলেকট্রনিক্স পণ্যের গুদামে আগুন, ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে
বঙ্গ-নিউজ: বন্দর নগরী চট্টগ্রামের পাহাড়তলী থানা এলাকার সিটি গেট এলাকায় একটি ইলেকট্রনিক্স পণ্যের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
আজ বুধবার (২০ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে অ্যারোমা সিঙ্গারের গুদামে এ আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দীন জানান, ভোর পৌনে ৬টার দিকে অ্যারোমা সিঙ্গারের ইলেকট্রনিক্স পণ্যের গুদামে আগুন লাগে।
এ খবর পেয়ে নগরীর আগ্রাবাদ, বন্দর, বায়েজিদ ও কুমিরা ফায়ার স্টেশনের ১২টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
ফায়ার সাভির্সের এই কর্মকর্তা আরও জানান, তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বাংলাদেশ সময়: ৮:২৭:৪০ ৪৬৫ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম