বুধবার, ২০ মার্চ ২০১৯

বঙ্গ-নিউজঃ ইতিহাসের এই দিনে

Home Page » আজকের সকল পত্রিকা » বঙ্গ-নিউজঃ ইতিহাসের এই দিনে
বুধবার, ২০ মার্চ ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ আজকের এই দিনে  পৃথিবীতে ঘটে যাওয়া  বিশেষ ঘটনাবলি। ১৬৮৬ – কলকাতার সুতানটি গ্রামে প্রথম ব্রিটিশ পতাকা উত্তোলন করা হয়। ১৭৩৯ – নাদির শাহ দিল্লি দখল করেন। ১৮১৪ - যুবরাজ উইলিয়াম ফ্রেডরিক নেদারল্যান্ডসের রাজা হন। ১৯৩৫ – ব্রিটিশ কাউন্সিল প্রতিষ্ঠিত হয়। ১৯৯১ - খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

জন্মঃ ১৪৯৭ - আটাওয়ালপা, ইনকা সম্রাট। ১৬১৫ – মোঘল সম্রাট শাহজাহানের প্রথম পুত্র। দারাশিকো। ১৮২৮ - হেনরিক ইবসেন, একজন নরওয়েজীয় নাট্যকার যিনি আধুনিক বাস্তবতাবাদী নাটকের সূত্রপাত করেছেন। ১৯৮৯ - তামিম ইকবাল, বাংলাদেশজাতীয় ক্রিকেট দলের উদ্বোধনী ব্যাটসম্যান।

মৃত্যঃ ১৯২৬ - কাজী ইমদাদুল হক, ব্রিটিশ ভারতের বাঙালি কবি। ২০১৩ - বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সিঙ্গাপুরে পরলোকগমন। ২০১৭ - লেখিকা অধ্যাপক জুবাইদা গুলশান আরা।তথ্য সুত্রঃ উইকিপিডিয়া

বাংলাদেশ সময়: ৬:১২:২২   ৫৬৫ বার পঠিত