সোমবার, ১৮ মার্চ ২০১৯

মহেষখলায় ৩ দিন ব্যাপী তালীমি জলসা সম্পন্ন

Home Page » বিবিধ » মহেষখলায় ৩ দিন ব্যাপী তালীমি জলসা সম্পন্ন
সোমবার, ১৮ মার্চ ২০১৯



--- যোবায়ের শামীম, বঙ্গ-নিউজঃহাজারো কন্ঠে আমীন আমীন ধ্বনিতে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সোমবার সকালে সুনমগঞ্জের মহিষখলায় শেষ হলো তালিমী জলসা ।
জলসাটি আনুষ্ঠানিকভাবে শুরু হয় গত শুক্রবারে। সোমবার সকাল (৮টায়) জলসার আখেরী মোনাজাত পরিচালনা করেন, মরহুম পীরে কামেল মিরাছ উদ্দীন (রহ.) সুযোগ্য উত্তরসূরী সাহেবজাদা পীরে কামেল হযরত মাওলানা জিল্লুর রহমান সাহেব । ৩ দিনব্যাপী তালিমী জলসাটি পরিচালনা করেন  হযরত মাওলানা আনোয়ার হোসাইন সাহেব সহকারী হেড মহিষখলা দাখিল মাদরাসা ।

বাংলাদেশ সময়: ১৯:২৫:৫৫   ৮২৩ বার পঠিত