রবিবার, ১৭ মার্চ ২০১৯
নিউজিল্যান্ডে বিমানবন্দর বন্ধ ঘোষণা
Home Page » এক্সক্লুসিভ » নিউজিল্যান্ডে বিমানবন্দর বন্ধ ঘোষণাবঙ্গ-নিউজঃ সন্দেহজনক একটি প্যাকেট পাওয়ার পর বন্ধ ঘোষণা করা হয়েছে নিউজিল্যান্ডের দুনেদিন বিমানবন্দর।
ক্রাইস্টচার্চের মসজিদে হামলার ঘটনার একদিনের মাথায় দেশটির দুনেদিন শহরের ওই বিমানবন্দরটিতে এ ঘটনা ঘটল।
নিউজিল্যান্ড হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিবৃতি দিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ সেটির কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। পুলিশও ঘটনাস্থলে রয়েছে। প্যাকেটটিতে কী রয়েছে তা নিশ্চিত হওয়ার জন্য ঘটনাস্থলে বিশেষ বাহিনী মোতায়েন রয়েছে।
এরআগে শুক্রবার ক্রাইস্টচার্চে বন্দুকধারী এক যুবক দুটি মসজিদে হামলা চালায়। এতে এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। ওই যুবক দুনেদিন শহরে বাস করতো বলে জানা গেছে। ওই ঘটনার পর দেশটিতে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে।
বাংলাদেশ সময়: ২০:০৪:১৭ ৫৪২ বার পঠিত #bangla news #bd news #bongo-news #bongo-news.com #hot news #new zealand #news 24 #online news #thikadar #বঙ্গ-নিউজ #বঙ্গ-নিউজ ডটকম #বাংলা নিউজ