
রবিবার, ১৭ মার্চ ২০১৯
ডাকসু পরিচানায় প্রধানমন্ত্রীর সহযোগীতা চেয়ে আজ পুনরায় ডাকসু নির্বাচনের দাবি ভিপি নূরের
Home Page » প্রথমপাতা » ডাকসু পরিচানায় প্রধানমন্ত্রীর সহযোগীতা চেয়ে আজ পুনরায় ডাকসু নির্বাচনের দাবি ভিপি নূরের
বঙ্গ-নিউজ: গতকাল শনিবার (১৬ মার্চ) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আহ্বান জানিয়েছিলেন ডাকসুর নির্বাচনে কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে, তা খতিয়ে দেখতে। তবে নির্বাচন মেনে নেয়ার একটা ইচ্ছে তার বক্তব্যে ফুটে উঠেছিল। নূর ওই সময়ে ডাকসু পরিচালনার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সহযোগিতাও চেয়েছিলেন কিন্তু আজ রবিবার (১৭ মার্চ) নুরুল হক নূর তার বক্তব্য থেকে সরে গিয়ে পুনরায় ডাকসু নির্বাচনের দাবি জানিয়েছেন।
রোববার (১৭ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। নুর বলেন, সাধারণ শিক্ষার্থীরা চাইলে আমি দায়িত্বগ্রহণ করব। না চাইলে করব না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি। তার প্রতি শ্রদ্ধাবোধ থেকে আমি গণভবনে গিয়েছি। আর সেটি আমার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেই গণভবনে গিয়েছি।
এদিকে পাঁচ দফা দাবিতে আগামীকাল সোমবার (১৮ মার্চ) ক্লাস বর্জন ও উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে নির্বাচন বর্জনকারী প্যানেলগুলো। পৃথক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।
দাবিগুলো হলো- ডাকসু নির্বাচন বাতিল, পুনঃতফসিল দেয়া, উপাচার্যের পদত্যাগ, মামলা প্রত্যাহার ও হামলাকারীদের বিচার। নির্বাচন বর্জনকারী প্যানেলগুলোর পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন স্বতন্ত্র জোট থেকে ভিপি প্রার্থী অরণি সেমন্তি খান।
বাংলাদেশ সময়: ১৯:২৭:৩০ ৪৭৮ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম