বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৩

হাত মোজা যখন মুঠোফোন

Home Page » এক্সক্লুসিভ » হাত মোজা যখন মুঠোফোন
বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৩



movile-300x204.pngবঙ্গ-নিউজ ডটকম: মোবাইল আমাদের নিত্যপ্রয়োজনীয় জিনিস। এই মোবাইল গোটা বিশ্বকে এনে দিয়েছে আমাদের হাতের মুঠোয়। বিশ্ব যতো এগুচ্ছে তার সাথে এগুচ্ছে প্রযুক্তির ব্যবহার। movile-300x204.pngআর এমনই এক নতুন প্রযুক্তি নিয়ে বাজারে আসছে গ্লাভস ফোন। দেখতে ঠিক হাত মোজার মতো। এই ফোন হাতের মুঠোতে থাকবে না। হাতেই জড়িয়ে রাখা যাবে। দুহাতে দুটি গ্লাভস। এতে থাকবে নেটওয়ার্ক এবং কথা বলার সুযোগ। বাকিটা শুধু আঙুলের কারসাজি।অবাক করা এ মুঠোফোনের দাম বাংলাদেশি টাকায় এক লক্ষ উনিশ হাজার পাঁচশত টাকা। মুঠোফোনের প্রস্তুতকারক প্রতিষ্ঠান যুক্তরাজ্যের শিন মাইলস।

গবেষকরা বলছেন, একটা সময় মুঠোফোনে মানুষের শরীরেরই অংশ হয়ে যাবে। নির্মাতারা বলছেন, রিসাইকেল করার প্রক্রিয়াকে উৎসাহিত করতে গ্লাভস ফোনের নকশা করা হয়েছে। এ গ্লাভসে রয়েছে বিশেষ মাইক্রোফোন ও স্পিকার।

অবশ্য মুঠোফোন রিসাইকেল প্রক্রিয়াকে উত্সাহিত করার লক্ষে এটি প্রথম প্রকল্প নয়। এর আগেও ২০১২ সালে যুক্তরাষ্ট্রের নকশাবিদ ব্রায়ান হাতের দস্তানা সদৃশ মুঠোফোনের নকশা করেছিলেন। ব্রায়ান তার তৈরি প্রোটোটাইপ এ মুঠোফোনের নাম দিয়েছিলেন ‘গ্লো ওয়ান’।

বাংলাদেশ সময়: ১৪:১৩:২৮   ৬৩৮ বার পঠিত