বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৩

ফটো অ্যালবাম হারিয়ে যাচ্ছে ফেসবুকের কারণে

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » ফটো অ্যালবাম হারিয়ে যাচ্ছে ফেসবুকের কারণে
বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৩



album011-300x200.jpgবঙ্গ-নিউজ ডটকম: ফেসবুকে ছবি বিনিময়ের হার বেড়ে যাওয়ায় এখন ফটো অ্যালবামের ব্যবহার বিলুপ্তির পথে বলে জানিয়েছে স্যামসাং।পারিবারিক ছবি প্রদর্শনের জন্য দুই-তৃতীয়াংশ আমেরিকান-ইউরোপিয়ান তাদের অ্যালবামের বদলে কম্পিউটার, ট্যাবলেট কিংবা স্মার্টফোনকেই ব্যবহার করেন বলে স্যামসাং এর এক জরিপে দেখা গেছে।

জরিপে দেখা গেছে, মাত্র ৩২ শতাংশ আমেরিকান তাদের ছবি বিভিন্ন অ্যালবামে সংরক্ষণ করেন। আর ৫৩ শতাংশ ছবি সংরক্ষণের জন্য ফেসবুকই বেছে নিয়েছেন।

দেখা গেছে, ১৩ থেকে ২৪ বছর বয়সীরা ফটো অ্যালবাম ব্যবহারের প্রবণতা শূন্যের কোটায়। যার মধ্যে অনেকেই ফটো অ্যালবাম জিনিসটিই চোখে দেখেনি।

স্যামসাং জানায়, অনলাইনে ছবি বিনিময় করার প্রবণতা বেড়ে যাওয়ায় ফটো অ্যালবাম আজ বিলুপ্তির পথে । হয়তো অচিরেই ফটো অ্যালবাম হারিয়ে যাবে।

উল্লেখ্য, বাজারজাতকারী প্রতিষ্ঠানটি মোবাইল ও অ্যানিকল তিন হাজার আমেরিকান-ইউরোপিয়ান নাগরিকের ওপর জরিপটি চালায়। এই দুই কোম্পানি স্যামসাং এর মোবাইল বাজারজাত করার কাজ করে থাকে।

বাংলাদেশ সময়: ১৪:১০:৫৭   ৪২৩ বার পঠিত