বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৩

পেট্রোল নয় সূর্যেই চলবে গাড়ি

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » পেট্রোল নয় সূর্যেই চলবে গাড়ি
বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৩



solar-car-296x225.pngবঙ্গ-নিউজ ডটকম: গাড়ি চালাতে মূলত ব্যবহৃত হয় পেট্রোল কিংবা গ্যাস। তাই অনেকই এই খরচ বহন করতে পড়েন বিপাকে। কিন্তু হঠাৎ যদি আপনার পেট্রোল চালিত গাড়িটি পেট্রোল ছাড়াই চলা শুরু করে, শুধু সূর্যের তাপের সাহায্যে চার্জ হয়ে যেতে থাকে মাইলের পর মাইল। এমনই এক চিন্তাকে বাস্তবে রূপ দিয়েছেন জার্মানির একদল বিজ্ঞানী।সম্প্রতি জার্মানির হকসচুল বকাম সোলার কার প্রজেক্টে পরীক্ষা করা হয়েছে রেসের সোলার ইলেকট্রিক গাড়ি। এই গাড়ি সূর্যের রোদে চার্জ হয়ে ২৯ হাজার ৭৫৩ কিমি অতিক্রম করেছে। তবে শুধু রেসের জন্যই ব্যবহার করা যাবে এই গাড়িকে।

জানা যায়, অস্ট্রেলিয়ায় প্রতি দু`বছর অন্তর ঘটিত ‘ওয়ার্ল্ড সোলার চ্যালেঞ্জ’ প্রতিযোগিতায় শুধুমাত্র সৌরশক্তি দিয়েই গাড়ি চালানো প্রমাণ করে দেখাতে হবে। যেখানে প্রতিযোগিতা শুরু হবে সূর্যের তাপ বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু লক্ষ্যে পৌঁচ্ছাতে হবে সূর্য ডোবার আগেই।

ডারউইন থেকে অ্যাডিলেড পর্যন্ত এক হাজার ৮৬৪ মাইল জুড়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ৬ থেকে ১৩ অক্টোবর।

বাংলাদেশ সময়: ১৪:০৬:৫০   ৪৪৭ বার পঠিত