মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯

মহিষখলায় ৩দিনব্যাপী তা’লিমী জলসা

Home Page » বিবিধ » মহিষখলায় ৩দিনব্যাপী তা’লিমী জলসা
মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯



যোবায়ের শামীম, বঙ্গ-নিউজঃসুনামগঞ্জের ধর্মপাশায় মহিষখলা বাজারস্থ দাখিল মাদ্রাসা ময়দানে মরহুম পীরে কামেল হযরত মাওলানা মিরাছ উদ্দিন (রহ.) ও উনার সুযোগ্য উত্তরসূরী সাহেবজাদা শাইখুল হাদিস হযরত মাওলানা জিল্লুর রহমান সাহেবের আশেকান ও মুরীদানদের উদ্যোগে ৩দিনব্যাপী এক বিরাট তা’লিমী জলসার আয়োজন করা হয়েছে ।
তা’লিমী জলসাটি আরম্ভ হবে (১৫ই)মার্চ শুক্রবার থেকে (১৬,১৭ই) মার্চ পর্যন্ত এর কার্যক্রম চলমান থাকবে ।
সোমবার সকাল (৮টায়) আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হবে ।
দুনিয়া ও আখিরাতের কামিয়াবীর জন্য প্রত্যেককে আসার আহব্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা ---

বাংলাদেশ সময়: ১৯:১৫:৫৫   ১১৭৭ বার পঠিত