মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯
আগের চেয়ে বেশি অস্ত্র আমদানি করেছে বাংলাদেশ
Home Page » অর্থ ও বানিজ্য » আগের চেয়ে বেশি অস্ত্র আমদানি করেছে বাংলাদেশবঙ্গ-নিউজঃ বিগত কয়েক বছরে বাংলাদেশ অস্ত্র আমদানি বাড়িয়েছে। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সোমবার এসআইপিআরআই তাদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে।
এসআইপিআরআই-এর ‘ট্রেন্ডস ইন ইন্টারন্যাশনাল আর্মস ট্র্যান্সফার-২০১৮’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে অস্ত্র আমদানিকারক দেশের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে সৌদি আরব, দ্বিতীয় অবস্থানে ভারত। আর বাংলাদেশের অবস্থান ২৫ তম। এবং বাংলাদেশের প্রতিবেশী দেশ পাকিস্তানের অবস্থান ১১। বাংলাদেশের পরে অবস্থান রয়েছে কানাডার (২৬)।
এসআইপিআরআই (২০১৪-২০১৮) সালের করা প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ অস্ত্র আমদানি করেছে ১.২%। যা (২০০৯-২০১৩)-তে ছিল ১%।
অন্যদিকে অস্ত্র আমদানিতে শীর্ষে থাকা সৌদি আরব গত বছর গুলোতে অস্ত্র কিনেছে ১২%। দ্বিতীয় অবস্থানে থাকা ভারত অস্ত্র আমদানি করেছে ৯.৫%। এরপরের অবস্থান গুলোতে আছে মিশর, অস্ট্রেলিয়া, আলজেরিয়া, চীন, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম।
অন্যদিকে এসআইপিআরআই-এর প্রতিবেদনে আরো বলা হয়েছে, সারা বিশ্বে অস্ত্র বিক্রি দেশ হিসেবে প্রথম আমেরিকা। এরপরই আছে রাশিয়া, ফ্রান্স, জার্মানি ও চীন।
বাংলাদেশ সময়: ১৭:০৭:২২ ৭২৮ বার পঠিত #bangla news #bangladesh army #bd news #bongo-news #bongo-news.com #hot news #military #news 24 #online news #thikadar #weapons import #বঙ্গ-নিউজ #বঙ্গ-নিউজ ডটকম #বাংলা নিউজ