মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯

বড়ভাই সাংসদ,ছোটভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান

Home Page » English News » বড়ভাই সাংসদ,ছোটভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান
মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯



মোয়াজ্জেম হোসেন রতন ও তার ভাই মোজাম্মেল হোসেন রোকন

আল-আমিন আহমেদ সালমান,স্টাফ রিপোর্টার বঙ্গ-নিউজঃবড়ভাই ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন সুনামগঞ্জ-১(ধর্মপাশা,মধ্যনগর,জামালগঞ্জ ও তাহিরপুর)আসনের তিন বারের সংসদ সদস্য। ছোটভাই মোজ্জামেল হোসেন রোকন ধর্মপাশা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদ্য সাবেক জেলা পরিষদ সদস্য।
ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বাংলাদেশ আ.লীগের মনোনিত প্রার্থী হিসেবে ২০০৮ সালে সর্বপ্রথম সাংসদ নির্বাচিত হয়েছিলেন।পূণরায় ২০১৪ সালে ও ২০১৮ সালে তৃতীয় বারের মতো সাংসদ নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।বর্তমানে তিনি সুনামগঞ্জ-১ আসনের সর্বস্তরের সাধারন জনতার কাছে উন্নয়নের রুপকার হিসেবে পরিচিত। ২০০৮ সালে নির্বাচিত হওয়ার পর হাওর অঞ্চলের মানুষের কল্যাণে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও বিদ্যুতের অভূতপূর্ব উন্নয়ন করেছেন।বর্তমানে তিনি ধর্মপাশা উপজেলা আ.লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
তার ছোটভাই মোজ্জামেল হোসেন রোকন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যাবধানে ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।এছাড়াও তিনি বর্তমানে ধর্মপাশা উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।এই তরুন নেতা একবার সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।

দুই ভাইয়ের এমন্য সাফল্য দেখে এলাকার সাধারন জনতা তাদের জন্য গর্বিত ও আনন্দিত।

বাংলাদেশ সময়: ১৫:৫১:৩৩   ১৫৫৫ বার পঠিত   #  #  #  #