সোমবার, ১১ মার্চ ২০১৯
মধ্যনগরে যুবক কে পিঠিয়ে আহত
Home Page » সারাদেশ » মধ্যনগরে যুবক কে পিঠিয়ে আহতবঙ্গ-নিউজঃসুনামগঞ্জের মধ্যনগর থানার বংশীকুন্ডা (দঃ)ইউনিয়নের মোহাম্মদ আলীপুর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে হিরন মিয়া(২৬) কে পাশের ঢুলপুশি গ্রামের মৃত ঠাকুর কৃষ্ণ সরকারের ছেলে নেপাল সরকার(৪০) ও তার পান্ডারা সোমবার(১১মার্চ)সকাল সাড়ে এগারোটার দিকে গাছের সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় বাঁশ দিয়ে নির্যাতন করে পিঠিয়ে আহত করেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে,আহত হিরন মিয়া প্রতিদিনের মত ঢুলপুশি গ্রামের পিছনে অবস্থিত চানখাঁর ডোবা বিলে মাছ ধরে বাড়িতে ফেরার সময় নেপাল সরকার ও তার দলবল সন্দেহজনকভাবে গরু চুরির অপবাদ দিয়ে ঢুলপুশি গ্রামের পাশে কান্দায় তাকে (হিরণ)আটক করে জোরপূর্বক হাত-পা বেঁধে গাছের সাথে ঝুঁলিয়ে মধ্যযুগীয় কায়দায় বাঁশ পিঠিয়ে নির্যাতন শুরু করলে আহত হিরণ মিয়ার চিৎকার শুনে আশে পাশের লোকজন ছুটে আসে। পরে হামলাকারী নেপাল সরকারের হাত থেকে আহত হিরণ মিয়াকে উদ্ধার করে ঢুলপুশি গ্রামের সত্য সরকার তার স্বজনদের খবর দেয়।বাড়িতে স্বজনেরা নিয়ে আসার পরে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক আহত হিরণ মিয়াকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করেন।
আহত ব্যক্তিকে মধ্যনগর থানার ওসি মো সেলিম নেওয়াজ সরেজমিনে দেখেছেন।এবং তিনি আইনী ব্যাবস্থা গ্রহন করার আশ্বাস প্রদান করেন।
বাংলাদেশ সময়: ১৮:৪১:১৭ ৬৮৫ বার পঠিত