সোমবার, ১১ মার্চ ২০১৯

দুই প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি দুপুর ১টা ১০ মিনিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলবেন

Home Page » জাতীয় » দুই প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি দুপুর ১টা ১০ মিনিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলবেন
সোমবার, ১১ মার্চ ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজ:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার (১১ মার্চ) দুপুর ১টা ১০ মিনিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলবেন। এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনকে (বিআরটিসি) ১ হাজার ১০০ বাস ও ট্রাক সরবরাহসহ চারটি প্রকল্প উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, দুই প্রধানমন্ত্রী ভারত সরকারের অনুদান অর্থায়নের আওতায় জামালপুর, শেরপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় ৩৬টি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করবেন। এ ছাড়াও তারা বাকি যেসব প্রকল্প উদ্বোধন করবেন সেগুলো হলো ভারত সরকারের অনুদান-সহায়তার আওতায় পিরোজপুর জেলার ভা-ারিয়া পৌরসভায় ১১টি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট এবং সার্ক দেশগুলোতে ন্যাশনাল নলেজ নেটওয়ার্ক (এনকেএন) সম্প্রসারণের আওতায় বাংলাদেশে এনকেএন সম্প্রসারণ।

বাংলাদেশ সময়: ১১:১০:৩২   ৪৬৭ বার পঠিত   #  #  #  #  #  #