সোমবার, ১১ মার্চ ২০১৯
টঙ্গীতে পুলিশ-ছিনতাইকারী সংঘর্ষে গুলিবিদ্ধ দুই . পুলিশের তিন সদস্য আহত!!
Home Page » প্রথমপাতা » টঙ্গীতে পুলিশ-ছিনতাইকারী সংঘর্ষে গুলিবিদ্ধ দুই . পুলিশের তিন সদস্য আহত!!বঙ্গ-নিউজ: গাজীপুরের টঙ্গীতে পুলিশের সাথে ছিনতাইকারীদের সংঘর্ষের ঘটনা ঘঠেছে। এতে পুলিশের গুলিতে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছেন, এছাড়াও পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১১ মার্চ) ভোর রাত সাড়ে তিনটায় আশুলিয়ায় ছিনতাই করে টঙ্গীর তিলারগাতি এলাকা দিয়ে পালানোর সময় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন- জামালপুরের ইসলামপুর থানার ফুলকার চর এলাকার শাহজাহান মিয়ার ছেলে মমিজ উদ্দিন (২৩) ও গাজীপুর মহানগরের বাসন থানার পালেরপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে মোশারেফ হোসেন (৩৫), জামালপুরের মাদারগঞ্জ থানার কটাপুর বাজার এলাকার কামাল হোসেনের ছেলে আখলেছ (২০) ও গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানার গোপালপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে ইমরান (২২)। তাদের মধ্যে গুলিবিদ্ধ মমিজ উদ্দিন ও মোশারেফ হোসেনকে টঙ্গীর আহসান উল্লাহ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত পুলিশ সদস্যরা হলেন- টঙ্গী পশ্চিম থানার এসআই আবুল হাসান, কনস্টেবল রাজ্জাক ও রফিক।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো: এমদাদুল হক বিডি২৪লাইভকে জানান, ঢাকার আশুলিয়া বেড়িবাঁধ এলাকায় ছিনতাই করে পালানোর সময় রাত সাড়ে তিনটার দিকে টঙ্গীর তিলারগাতি রোড এলাকায় টহল পুলিশ তাদের গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা এসআই হাসানের হাতে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের আত্মরক্ষার্থে কনস্টেবল আব্দুর রহমান দুই রাউন্ড ও রফিকুল দুই রাউন্ড মোট চার রাউন্ড গুলি করে চার ছিনতাইকারীকে আটক করে। আটকের সময় তাদের দেহ তল্লাশি করে ৪টি মোবাইল, ১টি ল্যাবটব, ২টি ছোড়া ও ২২৪৭ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, পুলিশ-ছিনতাইকারী সংঘর্ষে ধস্তাধস্তিতে দুই কনস্টেবল আহত হন। পুলিশের গুলিতে পায়ে জখম অবস্থায় মমিজ উদ্দিন ও মোশারেফ হোসেনকে প্রথমে আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে পাোনো হয়েছে। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১১:০২:২২ ৫৩৩ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম