বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৩

দুদকের নতুন চেয়ারম্যান মো: বদিউজ্জামান

Home Page » জাতীয় » দুদকের নতুন চেয়ারম্যান মো: বদিউজ্জামান
বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৩



md-baduzzaman-300x200.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে মো. বদিউজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. নাসিরউদ্দীন আহমেদকে।বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এ দুজনের নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশনের চেয়ারম্যান হিসেবে মো: বদিউজ্জামানের বেতন, আর্থিক সুবিধা ও পদমর্যাদা সুপ্রীম কোর্টের আপিল বিভাগের একজন বিচারকের সমান হবে।

প্রসঙ্গত, গোলাম রহমান বিদায় নেয়ার পর বদিউজ্জামান দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।

অন্যদিকে, অবসরপ্রাপ্ত সচিব নাসিরউদ্দীন এনবিআর চেয়ারম্যান হিসেবে কয়েক মাস আগে অবসরে যান।

প্রজ্ঞাপনে বলা হয়, তিনি হাইকোর্ট বিভাগের একজন বিচারকের সমান মর্যাদা পাবেন।

বাংলাদেশ সময়: ১৩:৫৭:১৮   ৩৮৯ বার পঠিত