রবিবার, ১০ মার্চ ২০১৯

ধর্মপাশায় সতন্ত্র প্রার্থী মোজ্জেমেল হোসেন রোকন এগিয়ে

Home Page » সারাদেশ » ধর্মপাশায় সতন্ত্র প্রার্থী মোজ্জেমেল হোসেন রোকন এগিয়ে
রবিবার, ১০ মার্চ ২০১৯



মোজ্জামেল হোসেন রোকনস্টাফ রিপোর্টার বঙ্গ-নিউজঃধর্মপাশা উপজেলা পরিষদের নির্বাচনে সতন্ত্র প্রার্থী মোজাম্মেল হোসেন রোকন ঘোড়া প্রতীকে ৩৪,৪৮৫ ভোট পেয়ে এগিয়ে আছে। তার নিকট প্রতিযোগী শামীম আহমেদ মুরাদ নৌকা প্রথীকে পেয়েছেন ২৯,৩৭২ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে বিল্লাল নূরী টিউবওয়েল প্রতীকে ২১,২২৬ ভোট পেয়ে এগিয়ে আছেন।তার নিবকটতম প্রতিযোগী এড.আব্দুল হাই তালুকদার মাইক প্রতীকে ১৮,২২৯ ভোট,মোঃ কামাল হোসেন তালা প্রতীকে ১৪,৭৮৫ ভোট, এ এইচ এম ওয়াসিম উড়োজাহাজ প্রতীকে ১১,৭৭৫ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইয়াসমিন আক্তার ৩৮,১১৮ ভোট পেয়ে এগিয়ে তার নিকট তম প্রতিদ্বন্ধী শান্তা চৌধুরী কলসি প্রতীকে ২৮,৪২৫ ভোট।

বাংলাদেশ সময়: ২২:২৮:০১   ৫০৯ বার পঠিত   #  #  #  #  #  #  #  #  #  #  #